English Version
আপডেট : ২৯ ডিসেম্বর, ২০১৬ ০৮:৪৭

ঝিলিকের তিন গানের ঝলক

অনলাইন ডেস্ক
ঝিলিকের তিন গানের ঝলক

২০০৮ সালের চ্যানেল আই সেরাকণ্ঠ বিজয়ী ঝিলিক। এরই মধ্যে তিনি উপহার দিয়েছেন শ্রোতাপ্রিয় বেশকিছু গান। তার গাওয়া জনপ্রিয় গানের মধ্যে আছে ‘নীল আকাশ’ ও ‘বেসামাল গানে’। 

এখন স্টেজ শো, প্লেব্যাক, একক অ্যালবাম ও মিকস্ড অ্যালবাম নিয়ে ব্যস্ত সময় কাটছে এ শিল্পীর। এ বছর ৩১ ডিসেম্বর থার্টিফার্স্ট উপলক্ষে আসছে তার নতুন অ্যালবাম। নাম ‘মন শুধু’। এটি বাজারে আসবে সংগীতার ব্যানারে।

নতুন অ্যালবাম ও বর্তমান ব্যস্ততা নিয়ে ঝিলিক বলেন, ‘থার্টিফার্স্টে আসছে আমার নতুন অ্যালবাম ‘মন শুধু’। এটি অনেক আগেই প্রকাশ করতে চেয়েছিলাম। রেকর্ডিংও হয়েছে বেশ আগেই। এতে মোট তিনটি গান রয়েছে। অ্যালবামটিতে একটি গান শুধু বেলাল খানের সঙ্গে  ডুয়েট গেয়েছি। বাকিগুলো আমার একক। এ অ্যালবামের সব কটি গানের সুর-সংগীত করেছেন জাহিদ বাশার পঙ্কজ।’

আপাতত কোনো মিউজিক ভিডিওর পরিকল্পনা করছেন না জানিয়ে ঝিলিক বলেন, ‘এখন নতুন অ্যালবামটি নিয়েই কাজ করছি। এ মুহূর্তে মিউজিক ভিডিও করার কোনো পরিকল্পনা নেই। বাজারে যে তিনটি অ্যালবাম রয়েছে এগুলো বেশ ভালো অবস্থানে আছে।’

ঝিলিকের প্রথম একক অ্যালবাম ‘আমার কি দোষ’ ২০০৯ সালে প্রকাশিত হয়। এরপর ২০১২ সালে দ্বিতীয় একক ‘ঝিলিক’এবং ২০১৪ সালে সর্বশেষ তৃতীয় একক ‘প্রথম প্রেম’প্রকাশিত হয়। দেখুন বেসামাল