English Version
আপডেট : ২৮ ডিসেম্বর, ২০১৬ ১৬:১৫

জন্মদিনে সালমানকে হারশালির বিশেষ শুভেচ্ছা

অনলাইন ডেস্ক
জন্মদিনে সালমানকে হারশালির বিশেষ শুভেচ্ছা

গতকাল ছিল বলিউড অভিনেতা সালমান খানের জন্মদিন, ৫২ বছরে পা রাখলেন সল্লু মিয়া। জন্মদিনের সকালে ভাগনে আহিলকে নিয়ে কেক কাটেন বলিউড ‘সুলতান’। তবে কেক একটা-দুইটা নয়, গুনেগুনে ১০টি কেক কাটেন তিনি।

আয়োজন বলিউড তারকারা ভিড় জমান সালমানের বাড়িতে, এরমধ্যে ছিলেন বিপাশা বসু, প্রীতি জিনতা, হিমেশ, দুই ভাই ও অভিনেতা আরবাজ খান ও সোহেল খান, করণ সিং গ্রোভার, সুশান্ত সিং রাজপুত, এশা গুপ্তা, রেমো ডি’সুজা, নীল নিতেন মুকেশ, ডিনো মোরিয়া, জারিন খান, রণদ্বীপ হুদা, বনি কাপূর ও রাহুল দেবসহ অনেকে।   তবে একজনকে ভীষণরকম মিস করেছেন ‘ভাইজান’ সালমান। সেটি হলো হারশালি মালহোত্রা, বাজরাঙ্গি ভাইজানের আলোচিত অভিনয় শিল্পী। গতকালের অনুষ্ঠানে অনেকে উপস্থিত হলেও সালমানের এই প্রিয়মুখটি ছিল না অনুষ্ঠানে।    তবে উপস্থিত না হতে পারলেও ইনস্টগ্রামে ঠিকই সালমানের জন্য শুভকামনা জানিয়েছেন হারশালি। হারশালি লিখেছেন, ‘শুভ জন্মদিন আমার কিউট সালমান আঙ্কেল, সব সময় ভালবাসা রইলো।’ পোস্টে সেইসঙ্গে দিয়েছেন সালমানের সঙ্গে তোলা হারশালির একটি ছবি।    উল্লেখ্য, সালমানের জন্মদিনে পরিবারের সদস্য ও বলিউড তারকারা ছাড়াও পার্টিতে উপস্থিত ছিলেন সালমান প্রেমিকা ইউলিয়া ভানতুর। ইন্ডিয়ান এক্সপ্রেস, টাইমস অব ইন্ডিয়া।