English Version
আপডেট : ২৮ ডিসেম্বর, ২০১৬ ০১:৩৫

প্রিয়াঙ্কার গোপন কথা ফাঁস করলেন তাঁর মা

অনলাইন ডেস্ক
প্রিয়াঙ্কার গোপন কথা ফাঁস করলেন তাঁর মা
প্রিয়াঙ্কা চোপড়া

প্রিয়াঙ্কা চোপড়া একের পর এক উপহার দিয়ে চলেছেন সুপার হিট ছবি। এতে তার ভক্ত সংখ্যা এখন আকাশ্চুম্বি। বলিউডে তাকে পছন্দ করেন না এমন মানুষ এখন খুঁজে পাওয়া ভার। করাটাই স্বাভাবিক। প্রিয়াঙ্কাকে দেখতেও যেমন সুন্দরী তেমনি; তাঁর রয়েছে বহু গুণ। যেমন দেশি গার্লে নাচেন, তেমনই গানও গান। 

বর্তমানে তো প্রিয়াঙ্কা চোপড়া নিজেকে শুধু বলিউডে আটকে রাখেননি। অভিনয় করেছেন বেওয়াচেও। কিন্তু সেই প্রিয়াঙ্কা চোপড়ার যে এমন 'দেশি গার্লের' গুণ আছে, তা আর এতদিন কে জানতো?

জানালেন স্বয়ং প্রিয়াঙ্কা চোপড়ার মা মধু চোপড়া। তিনি জানিয়েছেন, প্রিয়াঙ্কার নাকি খুবই ঈশ্বরভক্তি। রোজ নিজে হাতে ঠাকুরকে পুঁজো না দিয়ে, তিনি নাকি ঘর থেকে বাইরেই বেরোন না। দেখেছেন বলিউডের অভিনেত্রীরাও কেমন ভক্তিতে বিগলিত থাকেন?