English Version
আপডেট : ২৭ ডিসেম্বর, ২০১৬ ১৪:৪৭

তানজিন তিশাকে নিয়ে গুঞ্জন

অনলাইন ডেস্ক
তানজিন তিশাকে নিয়ে গুঞ্জন

বিগত বেশ কয়েকমাস ছোটপর্দার কাজ থেকে তানজিন তিশা বেশখানিকটা দূরেই ছিলেন। এখন কোন নাটকেও তেমন উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে না এই মডেল অভিনেত্রীকে। মিডিয়া পাড়ায় এনিয়ে নানা প্রকার গুঞ্জন ও শোনা যাচ্ছে যাচ্ছে। 

এসব নিয়ে তানজিল তিশা জানান, চলচ্চিত্রে অভিনয়ের প্রবল আগ্রহ রয়েছে তার। চলচ্চিত্রের জন্য তিনি নিজেকে প্রস্তুত করছিলেন।কিন্তু তার মানে এই নয় যে চলচ্চিত্রে অভিনয়ের জন্য চূড়ান্ত হবার পূর্ব পর্যন্ত তিনি টিভি নাটকে কিংবা টেলিফিল্মে অভিনয় করবেন না। 

সম্প্রতি তার চলচ্চিত্রে অভিনয়ের খবরে অনেকেই মনে করেছিলেন যে তিনি হয়তো ছোটপর্দায় অভিনয় করবেন না। কিন্তু বিষয়টি সত্য নয়। ভালো গল্প এবং অভিনয় করার মতো চরিত্র পেলে অবশ্যই তিনি নাটক টেলিফিল্মে অভিনয় করবেন। তবে ধারাবাহিক নাটকে তিনি আর অভিনয় করবেন না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন।

নিজের ক্যারিয়ারের পরিকল্পনা নিয়ে তানজিন তিশা বলেন, নতুন বছরের শুরুতেই কয়েকটি নাটকে কাজ করবো। তবে এই মুহূর্তে আমি চলচ্চিত্রে কাজ করার জন্য পুরোপুরি প্রস্তুত। অবশ্য গল্প, চরিত্রসহ অন্যান্য আনুষঙ্গিক বিষয় মনের মতো হয় তাহলে অবশ্যই আমি চলচ্চিত্রে কাজ শুরু করতে চাই। চলচ্চিত্রে চুক্তি স্বাক্ষর না হওয়া পর্যন্ত আমি ছোটপর্দায় নিজেকে ব্যস্ত রাখতে চাই। কারণ এই মাধ্যমটিই আমাকে আজকের তানজিন তিশাতে পরিণত করেছে।

এদিকে একটি বেসরকারি টিভি চ্যানেলে তিশা অভিনীত একটি ধারাবাহিক নাটক প্রচার হচ্ছে। এর কাজও তিনি শিগগরিই শেষ করে দেবেন। তানজিন তিশা অভিনীত সর্বশেষ প্রচারিত নাটক হচ্ছে সরদার রোকন পরিচালিত ‘পরী ও চাঁদের টিপ’।

অমিতাভ রেজার নির্দেশনায় ‘রবি’র বিজ্ঞাপনে মডেল হয়ে আলোচনায় আসেন তানজিন তিশা। তবে একটি মিউজিক ভিডিওর মডেল হয়ে আরো বেশি দর্শকের চোখে পড়েন তিনি।

তার অভিনীত প্রথম নাটক রেদওয়ান রনি পরিচালিত ‘ইউটার্ন’। মডেল হিসেবে কাজ করা ‘তিব্বত গ্লিসারিন’র বিজ্ঞাপনটি বর্তমানে দেশের প্রায় সবগুলো চ্যানেলে প্রচার হচ্ছে। আসছে জানুয়ারির শুরুতে তিনি খালিদ হোসেন সম্রাটের নির্দেশনায় নাটকে কাজ করবেন।

তানজিন তিশা টানা চার বছর বাংলাদেশ ললিতকলা একাডেমি এবং হিন্দোল একাডেমি থেকে নাচের প্রশিক্ষণ নিয়েছেন।