English Version
আপডেট : ২৬ ডিসেম্বর, ২০১৬ ২১:৩২

ছবিটিতে একজন নায়িকাও রয়েছেন, বলুন কে?

অনলাইন ডেস্ক
ছবিটিতে একজন নায়িকাও রয়েছেন, বলুন কে?

এই ছবিটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে ঠিক এ কথাটাই লিখেছেন নায়িকা ‘ছোটবেলার স্মৃতি’। কিন্তু প্রশ্ন হল কোন নায়িকা? এটা কার ছোটবেলার ছবি? চিনতে পারছেন?

আপনাকে ক্লু দেওয়া যাক। ছবির একদম ডানদিকে বসে রয়েছে নায়িকা। টলিউডে তিনি প্রথম সারির নাম। একেবারে বাঁদিকে রয়েছেন নায়িকার দিদি। ইনিও অল্প বিস্তর অভিনয় করেছেন। বুঝতে পারলেন?

আরও ক্লু। দিন কয়েক আগে দিদির বিয়েতে সপরিবারে হাজির ছিলেন এই টলি নায়িকা। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন সেই ছবি। প্রথম বিয়ে ভেঙে যাওয়ার পর কয়েক মাস আগে দ্বিতীয় বার বিয়ে করেছেন নায়িকা নিজে। তাঁর বর নামজাদা মডেল।

এ বার নিশ্চয়ই বুঝতে পারছেন। হ্যাঁ ঠিকই গেস করেছেন। ইনি শ্রাবন্তী। ছবিতে সঙ্গে রয়েছেন তাঁর দিদিও। ছোটবেলার একটুকরো স্মৃতি টুইটারে শেয়ার করেছেন নায়িকা।