English Version
আপডেট : ২৬ ডিসেম্বর, ২০১৬ ১০:৩৩

ক্যাট ছাড়া রণবীরের বোরিং ক্রিসমাস সেলিব্রেশন

অনলাইন ডেস্ক
ক্যাট ছাড়া রণবীরের বোরিং ক্রিসমাস সেলিব্রেশন

ক্যাটরিনার সঙ্গে সম্পর্ক ভাঙার পর মন খারাপ রণবীরের। নিজেই জানিয়েছিলেন সেকথা। কফি উইথ করণে সিঙ্গেল থাকা মানেই বোরিং জীবন বলেছিলেন তিনি। কিন্তু ক্রিসমাসের দিন সেই বোরিং জীবনেই খানিক আনন্দের ছোঁয়া পেলেন অভিনেতা। 

কথায় আছে যখন কেউ পাশে থাকে না তখন পরিবার থাকে। এই কথাই বোধহয় এখন বেদ বাক্যের মতো পালন করছেন রণবীর কাপুর। ক্রিসমাসের দিন গোটা দেশ যখন মেতেছে উৎসবে তখন তাঁকেও দেখা গেল পরিবারের সঙ্গে সময় কাটাতে। 

রবিবার কাপুর পরিবার একসঙ্গে মধ্যাহ্ন ভোজ সেরেছেন। রণবীরের দিদি ঋদ্ধিমা কাপুর সাহনি পারিবারিক কিছু মূহুর্ত সোশ্যাল মিডিয়াতে আপলোড করেছেন। সেই অ্যালবামেই দেখা গেল রণবীরকে। 

এই পারিবারিক ভোজে আমন্ত্রিত ছিলেন করিশ্মাও। এছাড়া রণবীরের ঘনিষ্ঠ বন্ধু অয়ন মুখার্জিও উপস্থিত ছিলেন কাপুর খানদানের ক্রিসমাস সেলিব্রেশনে। দিদি ঋদ্ধিমা এবং ভাগ্নি সামারার সঙ্গে খুশ মেজাজেই ধরা দিলেন রণবীর।