English Version
আপডেট : ২৫ ডিসেম্বর, ২০১৬ ১৫:২৪

চমক নিয়ে আবারও মিউজিক ভিডিওতে নায়লা নাঈম

অনলাইন ডেস্ক
চমক নিয়ে আবারও মিউজিক ভিডিওতে নায়লা নাঈম

আসছে বছরে চমক নিয়ে দর্শকদের সামনে আবারও আসছেন আইটেম গানের  মডেল নায়লা নাঈম। খবরটি নায়লা নিজেই সাংবাদিকদের জানিয়েছেন।

নায়লা বলেছেন, ২০১৭ সালের প্রথম দিনেই নতুন একটি মিউজিক প্রকাশ হতে যাচ্ছে। মিউজিক ভিডিওটি নির্মাণ করবেন আশিকুর রহমান।

জানা গেছে, তরুণ শিল্পী এইচ এম রানা পাঁচ বছর পর তার দ্বিতীয় একক অ্যালবাম নিয়ে আসছেন। এর নাম ‘রানার’। তারই একটি গানের মিউজিক ভিডিওতে মডেল হচ্ছেন নায়লা। গানটির শিরোনাম ‘পাপা চিক চিক’। আগামী ২৬-২৭ ডিসেম্বর মিউজিক ভিডিওটির শুটিং হবে রাজধানীতে। 

শিল্পী রানা জানিয়েছেন, ‘আমার গানের মডেল হতে যাচ্ছেন নায়লা নাঈম। গানটি নির্মিত হবে বিগ বাজেটে। সবকিছু চূড়ান্ত হয়েছে। আশা করছি বছরের শুরুতেই দর্শকদের মধ্যে আলোড়ন সৃষ্টি হবে।’ রানার অ্যালবামটি প্রকাশ পাচ্ছে লেজার ভিশনের ব্যানারে। দেখুন নায়লা নাঈমের একটি মিউজিক ভিডিও।