English Version
আপডেট : ২৫ ডিসেম্বর, ২০১৬ ০৯:৩৪

ফোর্বসের তালিকায় শীর্ষ ধনী সালমান

অনলাইন ডেস্ক
ফোর্বসের তালিকায় শীর্ষ ধনী সালমান

ফোর্বস ইন্ডিয়ার সেরা ১০০ ধনী সেলেব তালিকায় এক নম্বরে সালমান খান। গতবারের এক নম্বর শাহরুখ খানকে পেছনে ফেলে দিয়েছেন তিনি। সালমানের এ বছর রোজগার হল ২৭০.৩৩ কোটি টাকা। তালিকায় সালমান, শাহরুখ ছাড়াও রয়েছেন বিরাট কোহলি, অক্ষয় কুমার, এম এস ধোনি প্রমুখ। তবে খ্যাতির দিক থেকে সালমান একে নন, দুইয়ে। এক নম্বরে রয়েছেন ভারতীয় দলের ক্যাপ্টেন বিরাট কোহলি।   ফোর্বসের এই সেলেব তালিকায় দুটি ভিত্তিতে বেছে নেয়া হয়েছে এ বছরের সেরাদের-বিনোদন জগতে তাঁদের রোজগার থেকে ও ২০১৫-র অক্টোবর থেকে ২০১৬-র সেপ্টেম্বর পর্যন্ত তাঁদের খ্যাতির ভিত্তিতে। সালমানের উত্থানের জন্য তাঁর দুই ছবি ‘প্রেম রতন ধন পায়ো’ ও ‘সুলতান’-এর সাফল্যকে কৃতিত্ব দিয়েছে ফোর্বস। দ্বিতীয় স্থানে থাকা এসআরকে এ বছর রোজগার করেছেন ২২১.৭৫ কোটি টাকা। বক্স অফিস আর ব্র্যান্ড এনডোর্সমেন্ট- কোনওদিক থেকেই বছরটা খুব একটা ভাল যায়নি তাঁর।   ব্র্যান্ডের দিক থেকে সবাইকে পেছনে ফেলেছেন বিরাট কোহলি। তাঁর রোজগার এ বছর ১২৪.৪৪ কোটি টাকা, রোজগারের দিক থেকে আছেন ৩ নম্বরে। গতবার ৭ নম্বরে ছিলেন কোহলি। ‘এয়ারলিফ্ট’, ‘রুস্তম’ ও ‘হাউসফুল থ্রি’-র মত একের পর এক হিট ছবিতে ভর করে ৪ নম্বরে উঠে এসেছেন অক্ষয় কুমার।   মহেন্দ্র সিংহ ধোনি টেস্ট ক্রিকেট থেকে অবসর নিলেও জীবনী নিয়ে ছবির সুবাদে খ্যাতি খুব বেড়ে গেছে তাঁর। তিনি রয়েছেন ৫ নম্বরে। সূত্র: এবিপি আনন্দ