English Version
আপডেট : ২৫ ডিসেম্বর, ২০১৬ ০০:৩২

আইটেম গানে ১৫০ কেজির গাউন পরেছেন উর্বশী (ভিডিও)

অনলাইন ডেস্ক
আইটেম গানে ১৫০ কেজির গাউন পরেছেন উর্বশী (ভিডিও)

বিনোদন ডেস্ক: ‘হাসিনো কা দিওয়ানা’  হৃতিক রোশান অভিনীত কাবিল সিনেমার আইটেম গানটি কয়েকদিন আগে প্রকাশিত হয়েছে। এতে দেখা গেছে উর্বশী রাউটেলাকে। গানটিতে এ অভিনেত্রীকে বেশ আবেদনময়ী দেখালেও অনেক পরিশ্রম করতে হয়েছে তাকে।

প্রকাশের পর দর্শক-শ্রোতাদের হৃদয় ছুঁয়েছে গানটি। গানটি কীভাবে তৈরি হয়েছে সম্প্রতি প্রকাশিত হয়েছে তার একটি ভিডিও।

ভিডিওতে গানটি কীভাবে তৈরি হয়েছে, গানটি নিয়ে নির্মাতাদের চিন্তা-ভাবনা এবং অভিজ্ঞতাসহ বিভিন্ন তথ্য তুলে ধরেছেন নির্মাতারা। 

ওই গান সম্পর্কে উর্বশী জানিয়েছেন, ‘হাসিনো কা দিওয়ানা’ গানের শুরুতে তাকে যে কালো রঙের একটি গাউন পরা অবস্থায় দেখা গেছে তার ওজন ১৫০ কেজি।

এ ছাড়া এ গানে ২৫০ জন ব্র্যাকগ্রাউন্ড ড্যান্সার ব্যবহার করা হয়েছে বলেও জানিয়েছেন নির্মাতারা।

১৯৮১ সালে মুক্তিপ্রাপ্ত ইয়ারানা সিনেমার ‘সারা জামানা’ শিরোনামের একটি গানের সংগীত পরিচালনা করেছিলেন হৃতিক রোশানের চাচা রাজেশ রোশান। এই গানে কণ্ঠ দিয়েছিলেন কিশোর কুমার এবং সিনেমার পর্দায় দেখা গিয়েছিল অমিতাভ বচ্চনকে। ৩৫ বছর পর কাবিল সিনেমায় ‘হাসিনো কা দিওয়ানা’ গানটি রিমেক করা হয়েছে। এই গানে কণ্ঠ দিয়েছেন রাফতার ও পায়েল দেব।

হৃতিক রোশান জানিয়েছেন, গানটির প্রতি তার ভালোবাসা থেকেই কাবিল সিনেমায় গানটি রিমেকের চিন্তা করেছেন তিনি।