English Version
আপডেট : ২৪ ডিসেম্বর, ২০১৬ ০২:০৬

কারিশ্মা রণবীর কারিনা-তৈমুরের জন্ম একই চিকিত্সকের হাতে!

অনলাইন ডেস্ক
কারিশ্মা রণবীর কারিনা-তৈমুরের জন্ম একই চিকিত্সকের হাতে!

সন্তানসম্ভবা হওয়ার পর থেকেই করিনাকে নিয়ে অনেক গসিপ চালু ছিল বলিউড ইন্ডাস্ট্রিতে। কেউ বলেছিলেন লন্ডনে সন্তানের জন্ম দেবেন তিনি। কেউ বা বলেছিলেন, মুম্বাইয়ের বাইরে কোথাও জন্ম নেবে সাইফ-কারিনার প্রথম সন্তান। কিন্তু সে সব গুজবকে মিথ্যে প্রমাণ করে গত ২০ ডিসেম্বর মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ছেলে তৈমুরের জন্ম দিয়েছেন কারিনা। 

সবচেয়ে আশ্চর্যের বিষয় হল ৩৬ বছর আগে কারিনার জন্মের সময় তাঁর মা ববিতার ডেলিভারি করিয়ে ছিলেন চিকিত্সক রুস্তম পি সুনাওয়ালা। গত মঙ্গলবার কারিনার ডেলিভারির সময়ও তিনিই ছিলেন। অর্থাত্ মা ও ছেলের জন্ম হয়েছে একই চিকিত্সকের হাত ধরে। 

এমন কী কাপূর পরিবারের আরও দুই বিখ্যাত সন্তান রণবীর ও কারিশ্মার জন্মও হয়েছে এই চিকিত্সকের হাতেই। দীর্ঘ দিন ধরে মুাম্বইতে স্ত্রী রোগ বিশেষজ্ঞ হিসেবে সুনাম রয়েছে রুস্তমের। বচ্চন ও কাপূর পরিবারের পারিবারিক চিকিত্সকও তিনি।