English Version
আপডেট : ২৩ ডিসেম্বর, ২০১৬ ১৬:১৬

কারিশ্মার গোপন এনগেজমেন্ট?

অনলাইন ডেস্ক
কারিশ্মার গোপন এনগেজমেন্ট?

কারিনার ছেলে তৈমুরকে নিয়ে এখন তুমুল আলোচনা চলছে মিডিয়ায়। কিন্তু না, সে জন্য নয়। বরং অন্য এক কারণে এখন শিরোনামে তৈমুরের আন্টি কারিশ্মা কাপুর। বলিউটে গুঞ্জন, বয়ফ্রেন্ড সন্দীপের সঙ্গে নাকি এনগেজমেন্ট হয়ে গিয়েছে তাঁর। আর কয়েক মাসের মধ্যেই হয়ত নতুন করে সংসার পাতবেন তিনি।

দীর্ঘ সমস্যার পর সঞ্জয় কাপুরের সঙ্গে এ বছরই বিবাহ বিচ্ছেদ হয়ে গিয়েছে করিশ্মার। সঞ্জয়ের সঙ্গে সেপারেশনের সময় থেকেই শোনা গিয়েছিল মুম্বাইয়ের ব্যবসায়ী সন্দীপ তোশনিওয়ালের সঙ্গে সম্পর্ক শুরু হয়েছে নায়িকার। 

সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করেছেন যেখানে তিনি। ছবিতে তাঁর আঙুলের হিরের আংটি দেখেই এনগেজমেন্টের জল্পনা ছড়িয়েছে। অনেকেই বলছেন, চুপি চুপি সন্দীপের সঙ্গে এনগেজমেন্ট সেরে ফেলেছেন কারিশ্মা। দিন কয়েক আগে কাপুর বাংলো থেকে একসঙ্গে দু’জনকে বেরোতেও দেখা গিয়েছিল। 

তারপরই জল্পনা ছড়ায়, ছেলে কিয়ান এবং মেয়ে সমীরাকে নিয়ে এ বার সন্দীপের অ্যাপার্টমেন্ট শিফট করবেন কারিশ্মা। যদিও এ বিষয়ে এখনও কাপুর পরিবারের কেউই মুখ খোলেননি।