English Version
আপডেট : ২২ ডিসেম্বর, ২০১৬ ১০:৪৫

সাজ্জাদ-মৌসুমীর ‘স্পর্শ কিংবা অনুভূতি’

নিজস্ব প্রতিবেদক
সাজ্জাদ-মৌসুমীর ‘স্পর্শ কিংবা অনুভূতি’

তন্ময় এবং শায়নার বিয়ে হয়েছিল আরো বছর চারেক পূর্বে। তবে বিয়ের পরেই দেশের বাইরে পড়াশুনা করতে চলে যায় শায়না। শায়না দেশে ফিরে আসছে। দিনটি উদযাপনের জন্য তন্ময় নানা আয়োজন করে। অপেক্ষার পালা শেষে আসে সেই কাঙ্ক্ষিত মুহূর্ত।

শায়নাকে রিসিভ করতে যায় তন্ময়। তবে এরপরই ঘটে ভিন্ন ঘটনা। এমন ক্লাইমেক্স থেকেই সাজানো হয়েছে ‘স্পর্শ কিংবা অনুভূতি’ গল্প।

সৈয়দ ইকবালের রচনা ও জুয়েল মাহমুদের পরিচালনায় আসছে নাটক ‘স্পর্শ কিংবা অনুভূতি’। সম্প্রতি নাটকটির শুটিং সম্পন্ন হয়েছে। এখানে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ, মৌসুমী হামিদ, বিজলী আহমেদ প্রমুখ। নাটকটির চিত্রনাট্য করেছেন মাসুদ আল জাবের।   ইরফান সাজ্জাদ বলেন, নাটকটির গল্প অনেক সুন্দর। আশা করছি দর্শকরাও ভালভাবে গ্রহন করবে এটি। নাটকটির গল্প, নির্মাণ এবং শিল্পীদের অসাধারণ অভিনয় নিয়ে আশাবাদী পরিচালক জুয়েল মাহমুদ। শিগগিরই বেসরকারি একটি চ্যানেলে নাটকটি প্রচার হবে।