English Version
আপডেট : ২১ ডিসেম্বর, ২০১৬ ১১:৪৪

সালমানকে নিয়ে মুখ খুললেন ক্যাটরিনা

অনলাইন ডেস্ক
সালমানকে নিয়ে মুখ খুললেন ক্যাটরিনা

প্রযোজক ও নির্মাতা করণ জোহরের ‘কফি উইথ করণ’ অনুষ্ঠানে ক্যাটরিনা কাইফ সম্প্রতি হাজির হয়েছিলেন। করণের এক প্রশ্নে অতিথি ক্যাটরিনা বলে বসলেন সালমান খান একজন চিটার। তিনি সুকৌশলে সবার সঙ্গে ভদ্রতা বজায় রেখে চিট করতে পারেন!

করণ প্রশ্ন করেন মানুষ হিসেবে সালমানকে কেমন মনে হয় ক্যাটরিনার কাছে? তারই জবাবে ক্যাট বলেন, ‘সালমান খুব নিষ্ঠার সাথে ছল ছাতুরি করতে জানেন। মানুষকে চিট করতে খুব পাকা সে।’   ক্যাটের এমন উত্তরে অবাক হন পরিচালক করণ। কারণ সালমানের সঙ্গে সম্পর্ক থাকাকালে সালমানে নিয়ে কোনো বাজে মন্তব্য শুনলেই চটে যেতেন এই সুন্দরী।

সাবেক বয়ফ্রেন্ড সালমান খানকে নিয়ে বেশ বিস্ফোরক মন্তব্যের পর বিষয়টি বেশ আলোচনায় জায়গা করেছে নিয়েছে বলিউড শোবিজে। রীতিমতো সল্লু ভক্তদের গায়ে যেন নুনের ছিটা দিয়েছে অভিনেত্রী ক্যাটরিনা।   উল্লেখ্য, ভারতের জনপ্রিয় ও সেলিব্রেটি অনুষ্ঠান কফি উইথ করণে কাটরিনার এ পর্বে তার সঙ্গে আরো ছিলেন সুপারস্টার অর্জুন কাপূর ও আনুস্কা শর্মা। ইন্ডিয়ান এক্সপ্রেস।