English Version
আপডেট : ২১ ডিসেম্বর, ২০১৬ ০২:০৫

সাইফ-কারিনার ছেলের নাম ‘কুখ্যাত’ তৈমুর!

অনলাইন ডেস্ক
সাইফ-কারিনার ছেলের নাম ‘কুখ্যাত’ তৈমুর!

তারকা দম্পতি সাইফ আলী খান-কারিনা কাপুরের প্রথম সন্তানের নাম রাখা হয়েছে তৈমুর আলী খান পাতৌদি। কিন্তু এই ‘তৈমুর’ নাম নিয়েই ভারত জুড়ে বিতর্কের ঝড় বইছে।

বিশ্বের ‘কুখ্যাত’ যোদ্ধাদের একজন তৈমুর লঙ। যুদ্ধে ব্যাপকহারে মানুষ হত্যা করে বিতর্কিত হয়েছিলেন তিনি। অত্যাচারী হিসেবে পরিচিত ওই যোদ্ধার নামের সঙ্গে মিল রেখে সন্তানের নাম রাখায় বিতর্কিত হচ্ছেন সাইফিনা দম্পতি।

টুইটারে একজন মন্তব্য করেছেন, ভারতে সন্তানের নাম তৈমুর আলী খান রাখা আর আমেরিকায় সন্তানের নাম ওসামা বিন লাদেন রাখা একই। দুইটি নামই ‘কুখ্যাত’ হত্যাকারীর। এটার মাধ্যমে কী ধর্মনিরপেক্ষতা প্রমাণের চেষ্টা চলছে?

আরেকজনের মন্তব্য, ‘কখন ভারতীয়রা সন্তানের নাম ভারতীয় ধাঁচে রাখা শুরু করবে?’ কেউ কেউ আবার এই নাম রাখায় ঘৃণা প্রকাশ করেছেন।