English Version
আপডেট : ২১ ডিসেম্বর, ২০১৬ ০০:৪৮

বড়দিনে আসছে নাবিলা-অ্যালেন শুভ্র’র নাটক ‌‘উপহার-২’

অনলাইন ডেস্ক
বড়দিনে আসছে নাবিলা-অ্যালেন শুভ্র’র নাটক ‌‘উপহার-২’

গত বছরের বড়দিন উপলক্ষে প্রচারিত জনপ্রিয় নাটক ‘উপহার’। নাবিলা ইসলাম অভিনয় করেন নাটকটিতে। জয়ন্ত রোজারিওর পরিচালনায় নির্মিত নাটকটি বেশ প্রশংসা কুড়ায়। এবার আসছে তার সিক্যুয়াল।

নতুন এ সিক্যুয়ালটির নাম ‘উপহার-২’। এবারও নাটকটি রচনা করেছেন  আপেল মাহমুদ আর পরিচালনায় জয়ন্ত রোজারিও। নাটকটিতে অভিনয় করছেন নাবিলা।

গত বছর ‘উপহার’ এ তিশা অভিনয় করলেও এবার তিনি থাকছেন না। নাবিলার বিপরীতে দেখা যাবে অ্যালেন শুভ্রকে।

নাবিলা-অ্যালেন শুভ্র ছাড়াও এখানে আরো দেখা যাবে মুনিরা মিঠু, আল মামুন প্রমুখ। ‘উপহার-২’ নাটকের দৃশ্যধারণের কাজ শেষ, চলছে সম্পাদনার কাজ। আসছে বড়দিনে এনটিভিতে নাটকটি দেখা যাবে।