English Version
আপডেট : ১৮ ডিসেম্বর, ২০১৬ ১৫:৪৮

‘পূর্ব দিগন্তে সূর্য উঠেছে’ গানটির নতুন সুরে ফেসবুকে ঝড় (ভিডিওসহ)

নিজস্ব প্রতিবেদক
‘পূর্ব দিগন্তে সূর্য উঠেছে’ গানটির নতুন সুরে ফেসবুকে ঝড় (ভিডিওসহ)

স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পীদের গাওয়া গানগুলো মুক্তিযোদ্ধাদের অনুপ্রেরণার অন্যতম একটি উৎস। সেই গানগুলোর একটি ‘পূর্ব দিগন্তে সূর্য উঠেছে রক্ত লাল রক্ত লাল রক্ত লাল।’  মহান মুক্তিযুদ্ধে বিজয় গাঁথা কথা নিয়ে সেই সময় গানটি গেয়ে ছিলেন, গীতিকার গোবিন্দ হালদার আর সুরকার সমর দাস। তাদের কন্ঠের সেই অবিস্মরণীয় সৃষ্টি এ যুগের তরুণরা গেয়েছেন একেবারে তাদের নিজস্ব ঢংয়ে নিজেদের মত করে। মিউজিক ভিডিওটিতে তরুণরা অভিনয় দিয়ে তুলে ধরেছেন তাদের মনের অভিব্যক্তি । গানটি নতুন সুরে ও অভিনয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এখন ভাইরাল হয়ে ছড়ি পড়েছে।

শুক্রবার বিজয় দিবস উপলক্ষে তরুণ সুরকার রাজা সুমিত রহমান আদিত তার ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে মিজিক ভিডিও শেয়ার করেছেন ‘একাপেলে শিরোনামে’। গানটি পোস্ট করার পর ব্যাপক সাড়া ফেলে দিয়েছে সোশাল মিডিয়ায়। এখন পর্যন্ত দুই লাখেরও বেশি মানুষ ভিডিওটি দেখেছেন। অনেকে আদিত ও তার বন্ধুদের ধন্যবাদ জানিয়েছেন।