English Version
আপডেট : ১৮ ডিসেম্বর, ২০১৬ ১১:৩৯

পরীর নতুন ছবি আসছে বছরের শুরুতেই

অনলাইন ডেস্ক
পরীর নতুন ছবি আসছে বছরের শুরুতেই

ব্যস্ততা বিবেচনায় পরী মণি এখন সবার থেকে এগিয়ে। গত দুই বছর ধরে মুক্তির মিছিলেও তার ছবির সংখ্যা বেশি। সেই ধারাবাহিকতা অব্যাহত থাকতে পারে ২০১৭তেও। নতুন বছরের দ্বিতীয় সপ্তাহেই মুক্তি পাবে এই অভিনেত্রীর কত স্বপ্ন কত আশা। খবরটি নিশ্চিত করেছেন পরিচালক ওয়াকিল আহম্মেদ।

তিনি বলেন, আগামী ১৩ জানুয়ারি সারা দেশে মুক্তিপাবে ছবিটি। পরীর বিপরীতে অভিনয় করেছেন বাপ্পি চৌধুরী। চলতি বছরের ৩ জানুয়ারি মহরতের মধ্য দিয়ে কালিয়াকৈরে ছবির শুটিং শুরু হয়েছিল।

ওয়াকিল আহম্মেদ বলেন, ‘আমি বেশ কয়েক বছর পর চলচ্চিত্র নিয়ে দর্শকদের সামনে এসেছি। নতুন বছরে ১৩ জানুয়ারি ছবিটি মুক্তি পাবে। সব সময়ই বিশ্বাস করি দর্শক ভালো গল্প দেখতে সিনেমা হলে যায়। এই ছবিটিতে দর্শক সুন্দর গোছানো একটি গল্প পাবে। ছবিতে অভিনয় করেছেন পরী ও বাপ্পি, দুজনই অনেক ভালো করেছে।’

কত স্বপ্ন কত আশা ছবি প্রসঙ্গে পরী বলেন, ‘এই ছবির নির্মাণ শৈলী আমার অনেক পছন্দ হয়েছে। সবচেয়ে বড় কথা এর গল্প সবাইকে আকর্ষণ করবে। আমার দৃঢ় বিশ্বাস ছবিটি দর্শকদের প্রেক্ষাগৃহে টানতে পারবে।’

ওয়াকিল আহম্মেদ বলেন, ‘একধরনের বিভ্রান্তি ছড়াচ্ছে অনেকেই। আধুনিক মেকিংয়ের নামে তামিল তেলেগু ছবির নকল করছে। একটা ঘুষি দিয়ে এক মাইল দূরে ফেলে দিচ্ছে ভিলেনকে। একটা বিষয় বুঝতে হবে, আধুনিক মেকিং মানে সময় উপযোগী নির্মাণ।

এখন গল্প যদি আপনার সময়ের উপযোগী না হয়, তাহলে নির্মাণও সময়োপযোগী হবে না। সুতরাং আমি পুরোনো পরিচালক হিসেবে বলব, সময়োপযোগী ছবি নির্মাণ করুন এবং গল্পের প্রয়োজনে টেকনোলজি ব্যবহার করুন। টেকনোলজি ব্যবহার করার জন্য গল্প ঠিক করলে হবে না।’

কত স্বপ্ন কত আশা চলচ্চিত্রে পরী-বাপ্পী ছাড়াও অভিনয় করছেন ডি জে সোহেল, শতাব্দী ওয়াদুদ প্রমুখ।