English Version
আপডেট : ১৭ ডিসেম্বর, ২০১৬ ১২:৩৬

পুলিশের জালে ধরা পড়লো দেহব্যবসায়ী উপস্থাপিকা

অনলাইন ডেস্ক
পুলিশের জালে ধরা পড়লো দেহব্যবসায়ী উপস্থাপিকা

একাধিক পুরুষ সঙ্গীর সঙ্গে একজন নারী উপস্থাপিকাকে আটক করেছে ভারতের হায়দরাবাদে পুলিশ। অভিযোগ আছে টিভি শোর আড়ালে চলছিলো ওই নারী উপস্থাপিকার রমরমা দেহব্যবসা। 

ওই উপস্থাপিকা ব্যাপক জনপ্রিয় হওয়ায় পুলিশ তার নাম প্রকাশ করেনি। পুলিশ তাকে ছেড়ে দিলেও তার সঙ্গীদের বিরুদ্ধে দেহব্যবসার মামলা করেছে। 

জানা গেছে, পুলিশের কাছে বেশ আগেই ওই নারীর বিরুদ্ধে দেহব্যবসার অভিযোগ ছিল। অভিযোগ অনুযায়ী পুলিশ তার ওপর নজর রাখতে শুরু করে। 

পরে হায়দরাবাদের লাগোয়া শহরতলির এক গেস্ট হাউজ থেকে সেই একাধিক পুরুষ সঙ্গীর সঙ্গে ওই নারী উপস্থাপিকাকে আটক করে পুলিশ। 

পুলিশ জানিয়েছে, উপস্থাপিকা খুব সুন্দরী। এতে ফেসবুকে তার ফলোয়ার সংখ্যা অনেক। এই টিভি শোর মাধ্যমেই তার শিকারদের রূপের ডালিতে মাত করতেন ওই নারী। এর পরে মোবাইল ফোনের মাধ্যমে বিভিন্ন পুরুষের সঙ্গে তার যোগাযোগ হত। ঘনিষ্ঠ সম্পর্কের অভিলাষী পুরুষদের সঙ্গে বিভিন্ন হোটেল এবং গেস্ট হাউসে রাত কাটাতেন ওই উপস্থাপিকা। পরে হায়দরাবাদে পুলিশের বিছানো জালে ধরা পড়ে যান তিনি।   ওই নারী স্বীকার করেছেন দ্রুত টাকা কামাতে গিয়ে তিনি দেহব্যবসায় নেমেছিলেন।