English Version
আপডেট : ১৬ ডিসেম্বর, ২০১৬ ০৯:৫৬

নতুন বছরেই বিয়ে করছেন কারিশ্মা

অনলাইন ডেস্ক
নতুন বছরেই বিয়ে করছেন কারিশ্মা

নতুন বছরের প্রথমেই দীর্ঘদিনের বয়ফ্রেন্ড সন্দীপ তশনিওয়ালের সঙ্গে শেষপর্যন্ত বাগদান সেরে ফেলতে চলেছেন কারিশ্মা কাপুর। ৪২ বছর বয়সী করিশ্মা সব সময়ই সন্দীপের সঙ্গে সম্পর্ককে গোপন রাখার চেষ্টা করেছেন।

তবে এবার তিনি সিদ্ধান্ত নিয়েছেন বিয়েটা সেরেই নেবেন। সূত্রের খবর, দুই সন্তান-কিয়ান এবং সমীরাকে নিয়ে বড়দিন থেকে পনের দিনের জন্য সিঙ্গাপুরে ছুটি কাটাতে যাচ্ছেন কারিশ্মা। সেখানেই আংটি বদল সারবেন। সন্দীপকে পছন্দ করেন কারিশ্মার সন্তানরা। তাই শেষ পর্যন্ত বিয়ের সিদ্ধান্ত। সন্দীপও মুম্বাইতে ফ্ল্যাট খোঁজা শুরু করেছেন। ফ্ল্যাট পেলেই সেখানে সন্তানসহ কারিশ্মাকে নিয়ে উঠবেন। প্রাক্তন স্বামী দিল্লির ব্যবসায়ী সঞ্জয় কাপুরের সঙ্গে বিবাহ বিচ্ছেদ তিক্ততার পর্যায়ে পৌঁছায়। এরপরই সন্দীপের সঙ্গে ডেট করা শুরু করেন কারিশ্মা কাপুর।

সূত্র: আজকাল