English Version
আপডেট : ১৬ ডিসেম্বর, ২০১৬ ০১:৫৭

ছোট বেলায় চুরি করতেন জয়া আহসান

অনলাইন ডেস্ক
ছোট বেলায় চুরি করতেন জয়া আহসান

“তখন আমি ছাত্রী হোস্টেলে থাকতাম। আমি জুনিয়র ছিলাম। হোস্টেলে ক্লাস এইট, ক্লাস টেনের আপুরা থাকত। ওরা আমাকে দিয়ে চুরি করাত। আমিও চুরি করতাম।” 

কলকাতায় একটি অনুষ্ঠানে গিয়ে নিজের ছোটোবেলার কথা শেয়ার করলেন জয়া আহসান।

জানালেন, হোস্টেলে তিনি খুব মজা করতেন। সবচেয়ে বেশি মজা হত দুর্গাপুজোর প্রসাদ বিতরণীর সময়। “আপুরা করত কী, নিজেরা চুরি না করে আমাকে দিয়ে চুরি করাত। আমি খুব ভোলাভালা, নিষ্পাপ দেখতে ছিলাম। আমি যে চুরি করতে পারি, তা আমার মুখ দেখে মনেই হত না। তাই চুরি করাটা আমার কাছে সহজ ছিল। আর সেই ফায়দা তুলত আপুরা।”     কথা প্রসঙ্গে জয়া আরো জানালেন, ছোটোবেলার অনেক স্মৃতিই আজও নাড়া দেয় তাঁকে। কোনও স্মৃতিই ভোলার নয়। দিনগুলো খুব ভালো ছিল। আজও মিস করেন ছোটোবেলার সেই দিনগুলি।