English Version
আপডেট : ১৫ ডিসেম্বর, ২০১৬ ০২:০৪

হেইলা দুইল্যা নাচে একী সেই মিম?

অনলাইন ডেস্ক
হেইলা দুইল্যা নাচে একী সেই মিম?

আগামীকাল ১৬ই ডিসেম্বর মুক্তিপাচ্ছে মিম অভিনীত ছবি ‘আমি তোমার হতে চাই’। ছবিটি পরিচালনা করেছেন অনন্য মামুন। এতে মিমের বিপরীতে দেখা যাবে বাপ্পি চৌধুরীকে। 

ছবিটির মুক্তি উপলক্ষে প্রচারণার জন্য একটি গানের শুটিং করা হয়েছে। গানটির বিষয়ে মিম বলেন, দুদিন আগে এফডিসির তিন নম্বর ফ্লোরে এ ছবির প্রচারণার জন্য একটি গানের শুটিং করা হয়েছে। গানের শিরোনাম ‘হেইলা দুইল্যা নাচ’। তানজিলের কোরিওগ্রাফিতে এ গানটিতে কণ্ঠ দিয়েছেন কনা ও কলকাতার শিল্পী আকাশ। এ গানটি ও ছবিটি সবাই পছন্দ করবে বলে আশা করছি। ছবির প্রচারণার কাজে গানটি ব্যবহার করা হবে। 

ছবির পরিচালক অনন্য মামুন বলেন, এ গানটি প্রচারণার জন্য শুধু অনলাইনে ব্যবহার করা হবে। বলিউডের ছবিতে হরহামেশা এমন গান আমরা দেখতে পাই। অনলাইনে গানটি খুব শিগগিরই প্রকাশ করা হবে। বাংলাদেশে এ ধরনের প্রচারণা আমরাই প্রথম শুরু করছি। মিমকে ভিন্ন লুকে দর্শকরা দেখবেন এবার। ‘আমি তোমার হতে চাই’ ছবিটি প্রযোজনা করেছে লাইভ টেকনোলজি। 

এ ছবিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মিশা সওদাগর, সানজু জন, দীপালী, রাখি সাওয়ান্তসহ আরো অনেকে। উল্লেখ্য, মিম কয়েকদিন কক্সবাজারে তার অসমাপ্ত ছবি ‘দাগ’-এর কাজ করেছেন। বাপ্পির সঙ্গে ১৬ই ডিসেম্বর তার নতুন ছবি ‘আমি তোমার হতে চাই’ মুক্তি পাচ্ছে। 

এর আগে দর্শকরা তাদের একসঙ্গে ওয়াজেদ আলী সুমনের ‘সুইটহার্ট’ ছবিতে দেখেছেন। চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি মিম এ বছর বাংলাদেশে বেশকিছু পণ্যের শুভেচ্ছাদূত হয়েছেন। নাটক, বিজ্ঞাপন ও বড় পর্দায় সমানতালে কাজ করছেন তিনি। প্রয়াত নির্মাতা খালিদ মাহমুদ মিঠুর ‘জোনাকীর আলো’ ছবিতে অভিনয়ের জন্য এরই মধ্যে মিম অর্জন করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার।

গানটি দেখতে ক্লিক করুন এখানে