English Version
আপডেট : ১০ ডিসেম্বর, ২০১৬ ১৩:৩৩

সুস্থ্য হয়ে উঠছেন দীলিপ কুমার

অনলাইন ডেস্ক
সুস্থ্য হয়ে উঠছেন দীলিপ কুমার

‘ট্রাজেডি কিং’ খ্যাত কিংবদন্তি অভিনেতা দীলিপ কুমার ধীরে ধীরে সুস্থ্য হয়ে উঠছেন বলে জানিয়েছেন স্ত্রী সায়রা বানু। তার ডান পা হঠাৎ করে ফুলে যাওয়ায় মঙ্গলবার সকালে বান্দ্রার লীলাবতী হাসপাতালে তাকে ভর্তি করা হয়। 

সায়রা বানু বলেন, দীলিপ এখন অনেকটাই সেরে উঠেছেন। চিকিৎসকরা তার যথেষ্ট খেয়াল রাখছেন। তবে পরিবারের সদস্যরা চান তার সব রকমের শারীরিক পরীক্ষা করা হোক।এর আগে চলতি বছরের এপ্রিলেও ৯৩ বছর বয়ষ্ক এই অভিনেতাকে নিউমোনিয়ায় আক্রান্ত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়।  

‘মধুমতী’,‘দেবদাস’, ‘মুঘল-ই-আজম’, ‘গঙ্গা-যমুনা’সহ বহু ক্লাসিক ছবিতে নায়কের ভূমিকায় অভিনয় করে তিনি পেয়েছে ব্যাপক দর্শক জনপ্রিয়তা। শেষবার ১৯৯৮ সালে পর্দা কাপানো এই অভিনেতাকে দেখা যায় কিলা ছবিতে। দীলিপ কুমারের প্রকৃত নাম মহম্মদ ইউসুফ খান।