English Version
আপডেট : ৯ ডিসেম্বর, ২০১৬ ১১:০৭

এশিয়ায় সবচেয়ে যৌন আবেদনময়ী দীপিকা

অনলাইন ডেস্ক
এশিয়ায় সবচেয়ে যৌন আবেদনময়ী দীপিকা

এশিয়ার সবচেয়ে যৌন আবেদনময়ী নারী নারী হলেন দীপিকা পাডুকোন। ব্রিটেনের এক সংবাদপত্রের বিচারে প্রিয়াংকা চোপড়াকে পিছনে ফেলে ওই শিরোপা জিতলেন দীপিকাই।

ওই শিরোপা পাওয়ার পর যারপরনাই খুশি দীপিকা। তিনি জানালেন, ওই শিরোপা তার মুখে হাসি এনে দিয়েছে। শুধু তাই নয়, এশিয়ার সবচেয়ে যৌন আবেদনময়ী নারীর শিরোপা তার কাছে শুধু শারীরিক সৌন্দর্যের স্বীকৃতি নয় বলেও মন্তব্য করেন তিনি। এশিয়ার আবেদনময়ীর ওই তালিকায় সপ্তম ও অষ্টম স্থানে রয়েছেন ক্যাটরিনা কাইফ ও সোনম কাপুর।   বর্তমানে সঞ্জয় লীলা বানশালীর 'পদ্মাবতী' নিয়ে ব্যস্ত দীপিকা। গুঞ্জন বলছে, পদ্মাবতীর জন্য ১২ কোটি রুপি পারিশ্রমিক নিচ্ছেন এই নায়িকা।