English Version
আপডেট : ৮ ডিসেম্বর, ২০১৬ ১১:১২

ঐশ্বরিয়ার আত্মহত্যার চেষ্টা প্রসঙ্গে যা বললেন অমিতাভ

অনলাইন ডেস্ক
ঐশ্বরিয়ার আত্মহত্যার চেষ্টা প্রসঙ্গে যা বললেন অমিতাভ

ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন ঐশ্বরিয়া রাই। পারিবারিক সমস্যার জের ধরেই নাকি তিনি আত্মহত্যা করতে চেয়েছিলেন। গত কয়েক দিন ধরেই সোশ্যাল মিডিয়ায় এই খবর ভাইরাল হয়ে যায়। 

তবে গত সোমবার মুম্বাইতে একটি অনুষ্ঠানে অমিতাভের কাছে সরাসরি এই খবরের সত্যতা জানতে চাওয়া হয়। এক সাংবাদিক সরাসরি তাকে প্রশ্ন করেন, সত্যিই কি আত্মহত্যার চেষ্টা করেছিলেন ঐশ্বরিয়া রাই? তখন অমিতাভ বচ্চন প্রশ্নকর্তা সাংবাদিকের দিকে এক ঝলক তাকিয়ে স্মিত হাসেন। তারপর কোনও উত্তর না দিয়েই অন্য প্রসঙ্গে চলে যান।

উল্লেখ্য, গত ২ ডিসেম্বর ‘আউটলুক পাকিস্তান’ নামের একটি ওয়েবসাইটে ঐশ্বরিয়াকে নিয়ে ওই ভুয়া খবর প্রথম প্রকাশিত হয়। নির্দিষ্ট কোনও সূত্রের নাম না করে সেখানে সংবাদমাধ্যম থেকে পাওয়া খবর হিসেবে ঐশ্বরিয়ার আত্মহত্যার চেষ্টার সংবাদটি করা হয়। সেখানে লেখা হয়, পারিবারিক সমস্যা থেকে মুক্তি পেতে বেশ কড়া ডোজের ঘুমের ওষুধ খান ঐশ্বরিয়া। তাকে অচেতন অবস্থায় দেখে পরিবারের লোকজন তড়িঘড়ি করে চিকিৎসক ডেকে আনেন। শেষে পাকস্থলী পরিষ্কার করে তাকে বাঁচিয়ে তোলেন চিকিৎসকরা। কিন্তু এই খবরের সত্যতা অন্য কোথাও স্বীকার করা হয়নি।

তবে বচ্চন পরিবারের ঘনিষ্ঠ সূত্রে জানানো হয়েছে, এ খবর সম্পূর্ণ মিথ্যা। এমন কোন ঘটনাই ঘটেনি। এমনকী গত রবিবার রাতে ফ্যাশন ডিজাইনার মণীশ মলহোত্রের জন্মদিনের পার্টিতে অভিষেক বচ্চনের সঙ্গেও ঐশ্বরিয়াকে দেখা যায়। সূত্র: আনন্দবাজার.