English Version
আপডেট : ৭ ডিসেম্বর, ২০১৬ ২৩:০৫

ধর্ষণ ঘটনা নিয়ে মুখ খুললেন ক্যাট

অনলাইন ডেস্ক
ধর্ষণ ঘটনা নিয়ে মুখ খুললেন ক্যাট

ভারতে বেড়াতে এসে ধর্ষণের শিকার হওয়ার ঘটনা দিন দিন বেড়েই চলছে। এ অপরাধ দেশটির অধিবাসীদের ওপরই শুধু নয়, অনেক বিদেশীনিও বেড়াতে এসে এমন নির্যাতনের শিকার হয়েছেন।

তবে ধর্ষণের মধ্যে বৈবাহিক ধর্ষণকে অনেক বড় সমস্যা বলে মনে করছেন বলিউডের হার্টথ্রব নায়িকা ক্যাটরিনা কাইফ। তার মতে এসব নির্যাতনে মুখ বুজে থাকলে বিপদ বাড়বে বই কমবে না। সমাজের কারণে বিবাহিত মহিলাদের চুপ থাকার মানে হয় না।

বৈবাহিক ধর্ষণ নিয়ে সরব হলে ঘরের বাইরেও নারী অনেকটাই নিরাপদ হবেন বলে মনে করেন ক্যাট। সম্প্রতি মুম্বাইয়ের এক অনুষ্ঠানে এ সব কথা বলেন তিনি।

ক্যাট বলেন, ‘শিক্ষিত মহিলারাও চুপ করে থাকেন। কারণ, আমাদের সমাজ বৈবাহিক ধর্ষণকে অপরাধ বলে মনে করে না।’