English Version
আপডেট : ৭ ডিসেম্বর, ২০১৬ ১৪:৩০

গান নিয়ে প্রতারণার মামলায় জামিন পেলেন কবির বকুল

নিজস্ব প্রতিবেদক
গান নিয়ে প্রতারণার মামলায় জামিন পেলেন কবির বকুল

সুনামগঞ্জ প্রতিনিধি: সিলেটের গীতিকবি জবান আলীর গান নিজের নামে চালিয়ে দেয়ার প্রতারণার মামলায় জামিন পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয়ী গীতিকার কবির বকুল। বাদীপক্ষের আইনজীবী কামাল হোসেন ও জুনেদ আহমদ এতথ্য নিশ্চিত করেছেন। 

বুধবার (৭ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে সুনামগঞ্জ সদর আমলগ্রহণকারী জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে লিখিত আবেদন দাখিল করে জামিন প্রার্থনা করেন কবির বকুল। বিজ্ঞ বিচারক মুহাম্মদ শহীদুল আমীন তার জামিন মঞ্জুর করেন। তবে এই মামলার অপর আসামি চলচ্চিত্র পরিচালক পূর্ণেন্দু আচার্য কাজল ওরফে পি এ কাজল এখনো জামিন আবেদন করেননি।  

প্রসঙ্গত, গত ১৩ এপ্রিল সুনামগঞ্জ জেলা শহরের হাছননগর এলাকার বাসিন্দা গীতিকার বাউল জবান আলী আমল গ্রহণকারী জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে (সুনামগঞ্জ সদর) একটি মামলা দায়ের করেন। মামলায় গত ১ ডিসেম্বর গীতিকার কবির বকুল ও চলচ্চিত্র পরিচালক পূর্ণেন্দু আচার্য কাজল ওরফে পি এ কাজলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। 

মামলার অভিযোগপত্রে বলা হয়, বাউল জবান আলী রচয়িত ‘প্রেমের মানুষ ঘুমাইলে চাইয়া থাকে’ গানটি জনপ্রিয় কন্ঠশিল্পী কুমার বিশ্বজিৎ তার ‘রোদেলা দুপুর’ অ্যালবামে গেয়েছিলেন। বাংলাদেশ বেতারসহ বিভিন্ন টেলিভিশনে গানটি প্রচারিত হয়েছিল। তার এই গানটি চলচ্চিত্র পরিচালক পিএ কাজল তার পরিচালিত ‘পিরিতের আগুন জ্বলে দ্বিগুণ’ ছবিতে ব্যবহার করেন। জবান আলীর অনুমতি না নিয়ে গীতিকার কবির বকুল গানটির অনেক শব্দ পরিবর্তন করে নিজের নামে চালিয়ে দিয়েছেন। 

এরপর গত ২৮ সেপ্টেম্বর জেলা শিল্পকলা একাডেমি তদন্ত প্রতিবেদন দাখিল করলে এই দুইজনের বিরুদ্ধে সমন জারি করেছিলেন সুনামগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক দেলোয়ার হোসেন।