English Version
আপডেট : ৭ ডিসেম্বর, ২০১৬ ১৩:৩৬

চমক নিয়ে পর্দায় আসছেন সানি লিওন

অনলাইন ডেস্ক
চমক নিয়ে পর্দায় আসছেন সানি লিওন

পর্নো জগত থেকে বলিউডে এসেই একের পর এক ছবি করে যাচ্ছেন সানি লিওন। এর মধ্যে বেশ কিছু ছবি ব্যবসায়িকভাবেও সফল হয়েছে। ছবির বাইরে ছোট পর্দা এবং বিজ্ঞাপনের মডেল হিসেবেও সানির বেশ কদর রয়েছে। 

গুগল সার্চে এখনো বলিউডের বাঘা বাঘা সব তারকাকে পেছনে ফেলে শীর্ষে রয়েছেন ভারতীয় এই বংশদ্ভূত কানাডীয়। তবে এবার ভিন্ন চমক নিয়ে পর্দায় আসছেন তিনি। তবে বলিউড ছবি কিংবা বিজ্ঞাপনে নয়, এবার একটি শর্ট ফিল্মে অভিনয় করতে যাচ্ছেন তিনি। 

শুধুমাত্র ইউটিউবের জন্য তৈরি হচ্ছে এ শর্টফিল্মটি। এরই মধ্যে এ বিষয়ে সব কিছু পাকাপাকি হয়েছে। এটি তৈরি করছেন প্রযোজক একতা কাপুর। শর্টফিল্মটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন সানি। এখানে তাকে দেখা যাবে উচ্চশ্রেণীর একজন পতিতারূপে। ছবিতে আরো কয়েকজন বলিউড অভিনেতা-অভিনেত্রীর কাজ করার কথা রয়েছে। চলতি ডিসেম্বরের শেষের দিকেই এর কাজ শুরু হবে। বিষয়টি নিয়ে দারুণ এক্সাইটেড সানি লিওন। 

এবিষয়ে তিনি বলেন, আসলে এখন সারা বিশ্বে ইউটিউবের দর্শক সবচেয়ে বেশি। সুতরাং, এ ক্ষেত্রটিতে জোর দেয়া উচিত। আর শর্টফিল্মের শুটিংয়ে সময় কম লাগবে, সাড়াও পাওয়া যাবে দ্রুত। পাশাপাশি এ জায়গাটিতে এটি আমার প্রথম কাজ। আমার বিশ্বাস খুব ভালো একটি কাজ হবে।