English Version
আপডেট : ৫ ডিসেম্বর, ২০১৬ ১৫:১৪

চিরযৌবনা রেখায় থামকে গেল সোনম

অনলাইন ডেস্ক
চিরযৌবনা রেখায় থামকে গেল সোনম

বিনোদন ডেস্ক: তিনি তো চিরযৌবনা৷ কে না জানে, সময়ও যেন থমকে যায় তাঁর সামনে! ষাট পেরিয়ে আজও তাই তিনি ঝলসে উঠলেন স্টার স্ক্রিন অ্যাওয়ার্ডস ২০১৬’র মঞ্চে৷ 

কয়েক মিনিটের সেই ম্যাজিক্যাল মুহূর্তের সবচেয়ে কাছ থেকে সাক্ষী ছিলেন সোনম কাপুর৷ রেখাকে ট্রিবিউট জানাতেই তিনি পারফর্ম করছিলেন স্ক্রিন অ্যাওয়ার্ডসের মঞ্চে৷ হয়তো বুঝতেও পারেননি এই বিরল মুহূর্তের সাক্ষী হতে চলেছেন তিনি৷ তাল মেলানোর চেষ্টা করেও থেমে গিয়েছিলেন বলিউড ডিভার  স্বতঃস্ফূর্ততাকে কুর্নিশ জানিয়ে৷ কমতি বোধহয় থাকল শুধু একজনের! কে না জানে, মিঃ নটবরলাল না থাকলে কি পরদেশিয়ার সুর তেমন জমে!

পরনে সেই পরিচিত কাঞ্জিভরম, চোখে কাজল, ঠোঁটে মেরুন রঙের লিপস্টিক৷ মঞ্চে যখন উঠলেন হাততালিতে কান পাতা দায়৷ এর মাঝেই বেজে উঠল ‘পরদেশিয়া’র সুর৷ নস্টালজিয়ায় সুড়সুড়ি দিয়ে দুলে উঠল রেখার কোমর৷ সেই ছন্দে বিভোর হয়ে থাকলেন উপস্থিত দর্শকরা। 

এস