English Version
আপডেট : ৯ নভেম্বর, ২০১৬ ১০:৫৯

অক্ষয়ের কী রয়েছে যা খানদের নেই?

অনলাইন ডেস্ক
অক্ষয়ের কী রয়েছে যা খানদের নেই?

শুধু শুধু তিনি ‘মিসেস ফানিবোন্‌স’ হননি। আরেকবার চমক দেখালেন টুইঙ্কল খন্না। ‘কফি উইথ করণ’-এ এসে সটান করণ জোহরকে বলে দিলেন অক্ষয়ের যৌনাঙ্গের দিকে না তাকাতে!

তাছাড়াও যখন জিজ্ঞেস করা হল অক্ষয়ের কী রয়েছে যা খানদের নেই, উত্তর দিলেন, ‘‘বাড়তি কয়েক ইঞ্চি!’’

করণ এবং টুইঙ্কলের বন্ধুত্ব বহুদিনের। প্রথম ছবি ‘কুছ কুছ হোতা হ্যায়’তে রানি মুখোপাধ্যায়ের চরিত্রটায় নাকি টুইঙ্কলকেই চেয়েছিলেন করণ। কিন্তু তাঁর চ্যাট শো’এ টুইঙ্কল এতদিনে এলেন। এবং ফাটিয়ে দিলেন! অক্ষয়ের যৌনাঙ্গ এবং খানদের সঙ্গে কয়েক ইঞ্চির তফাত ছাড়াও বললেন, তিনিই একমাত্র নারী, যাঁকে কর্ণ ভালবেসেছেন! স্বামী অক্ষয়কে দেওয়া হুমকির কথাও গোপন রাখেননি। তিনি নাকি অক্ষয়কে সাফ বলে দিয়েছিলেন, অর্থবহ ছবি না করলে যেন ভুলেও দ্বিতীয় সন্তানের কথা না ভাবেন! স্ত্রীয়ের পাশে খানিকটা চুপচাপই ছিলেন অক্ষয়।

তবে টুইঙ্কলের জন্য গান গেয়েছেন। স্লো-ডান্সও করেছেন একসঙ্গে। কর্ণের সঙ্গে কফি খাওয়া যে রীতিমতো সাংঘাতিক কাজ, টুইট করে সে কথাও জানিয়েছেন টুইঙ্কল।