English Version
আপডেট : ২৭ অক্টোবর, ২০১৬ ১১:৩৬

সাবেক প্রেমিক নিয়ে মুখ খুললেন মিমি

অনলাইন ডেস্ক
সাবেক প্রেমিক নিয়ে মুখ খুললেন মিমি

ভারতীয় বাংলা চলচ্চিত্র পরিচালক ও অভিনেতা রাজ চক্রবর্তীকে নিয়ে নানা কথা রটে মাঝে মধ্যেই। টালিউডের অনেককেই বলে থাকেন, তার প্রেম নাকি কখনও থেমে থাকে না। ভালোবাসার মানুষ ঘিরে ভালোই থাকেন তিনি।

 

সম্প্রতি মিমি চক্রবর্তীর সঙ্গে রাজের সম্পর্ক ভেঙেছে বলে খবর রটেছে। মিমির বিষয়টি পার হতে না হতেই আবার নাকি প্রেমে পড়েছেন রাজ। এবার নাকি সঙ্গী আরও এক টলি নায়িকা। তিনি শুভশ্রী।

আনন্দবাজার পত্রিকা বলছে, শুভশ্রীকে নিয়ে রাজের সম্পর্কের বিষয়টি ভাইরাল হয়েছে সম্প্রতি। এ নিয়ে মিমির কাছে জানতে চাইলে পাল্টা প্রশ্নে তিনি বলেন, ‘রাজ-শুভশ্রীর খবরটা আজ বেরিয়েছে? তার মানে তো খবরটা পাকা।`

খবরটি আগে থেকেই জানতেন নাকি এমন প্রশ্নে মিমির উত্তর, ‘আমার কিছু বলাটা বোধহয় ঠিক নয়।’

আপনিই তো বলতে পারবেন। আপনার সঙ্গে রিলেশনশিপের সময় কি কিছু বুঝতে পেরেছিলেন? এমন প্রশ্নে মিমি বলেন, আমি এই প্রশ্নটারও উত্তর দেব না। তবে প্রত্যেকের নিজস্ব জীবন রয়েছে। রাজ আর শুভশ্রীকে অল দ্য বেস্ট। ওদের অনেক শুভেচ্ছা জানালাম।

সম্প্রতি রাজের পরিচালনায় ‘অভিমান’-এ কাজ করেছেন শুভশ্রী। সেটে নায়িকাকে আলাদা করে দেখাটা নাকি অনেকেরই চোখে লেগেছে।

ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে আনন্দবাজার বলছে, পূজাতে একসঙ্গে বিদেশে বেড়াতেও গিয়েছিলেন রাজ আর শুভশ্রী। সব ঠিক থাকলে আগামী বছরের প্রথম দিকেই নাকি বিয়েও সেরে ফেলবেন এই নয়া জুটি!