English Version
আপডেট : ৯ অক্টোবর, ২০১৬ ১২:১৭

কলকাতায় পূজার সেলফিতে সৃজিত-জয়া

অনলাইন ডেস্ক
কলকাতায় পূজার সেলফিতে সৃজিত-জয়া

এক সময় নাটকে ছিলেন, এখন তাকে সিনেমার পর্দায় নিয়মিত দেখা যায়। বলছি জয়া আহসানের কথা। বাংলাদেশ ও কলকাতার সিনেমায় এখন দাপিয়ে বেড়াচ্ছেন জনপ্রিয় এই অভিনেত্রী। বর্তমানে কলকাতায় অবস্থান করছেন তিনি।  পূজা উপলক্ষে মুক্তি পেতে যাচ্ছে সৃজিত মুখার্জির নতুন ছবি ‘জুলফিকার’। এই ছবিতে অভিনয় করেছেন প্রসেনজিৎ, দেব, অঙ্কুশ হাজরা, পাওলি দাম, নুসরাত জাহান, যীশু সেনগুপ্ত, কৌশিক সেন, জুন মালিয়ার মতো একঝাঁক তারকা। সৃজিতের অন্য ছবিতে দেখা গেলেও ‘জুলফিকার’-এ অভিনয় করেননি জয়া আহসান।  কিন্তু তাতে কি আসে যায়। গতকাল কলকাতায় একসঙ্গে পূজা উদযাপন করতে দেখা যায় জয়া আহসান ও নির্মাতাকে। পূজায় সেলফিতে মজেছেন দুই জন। এর আগে ‘রাজকাহিনী’তে অভিনয় করেছিলেন জয়া আহসান। অনেক পাঠকের মনে প্রশ্ন তাদের একসঙ্গে পূজা উদযাপন করার রহস্যটা কি? নাকি সৃজিতের নতুন কোনো ছবিতে সামনে দেখা যাবে জয়া আহসানকে? খুব শিগগিরই হয়ত এর উত্তর মিলবে।