English Version
আপডেট : ১৫ সেপ্টেম্বর, ২০১৬ ১১:০৫

মেয়ে সন্তান চান কারিনা

অনলাইন ডেস্ক
মেয়ে সন্তান চান কারিনা

প্রথম সন্তানের জন্ম দিতে চলেছেন অভিনেত্রী কারিনা কাপুর। অন্যান্যদের মত তাকেও এই প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে যে, তিনি পুত্রসন্তান চান, না কন্যা। কিন্তু এই কথাটিতেই সাংঘাতিক আপত্তি সাইফ ঘরণীর।

কারিনা বলেন, লোকজনের এই ধরনের প্রশ্ন আমার একেবারে পছন্দ নয়। এটা অনধিকার চর্চা। আমি নিজে একজন মেয়ে। মেয়ে হলে আমি খুশি হব। গ্লোবাল সিটিজেন ইন্ডিয়া ইনিসিয়েটিভের উদ্যোগে একটি অনুষ্ঠানে হাজির ছিলেন করিনা। সেখানে তাকে প্রশ্ন করা হয়, সন্তানের জন্ম দেওয়ার পরও রূপালী পর্দায় দেখা যাবে তাকে? এই প্রশ্নে খানিকটা অখুশি করিনা।

তিনি বলেন, আমরা এমন দেশে বাস করি, যেখানে জিজ্ঞেস করা হয়, ও! তোমার বিয়ে হয়ে গেছে, তুমি এখনও চাকরি করো? ও! তুমি সন্তানসম্ভবা, মা হওয়ার পরও কাজ করবে তুমি? এইধরনের প্রশ্ন আমায় খুবই কষ্ট দেয়।