English Version
আপডেট : ১২ সেপ্টেম্বর, ২০১৬ ১১:৪০

আবার ও বিয়ের পিঁড়িতে মনীষা কৈরালা

অনলাইন ডেস্ক
আবার ও বিয়ের পিঁড়িতে মনীষা কৈরালা

নিজের একাকী জীবনে এবার পূর্ণতা চান বলিউড কাঁপানো নায়িকা মনীষা কৈরালা। এরই অংশ হিসেবে সন্তান দত্তক নেয়ার জন্য তোড়জোড় শুরু করছেন তিনি।     বিয়ের পিঁড়িতে বসবেন বলেও খুঁজছেন নতুন জীবনসঙ্গী। ভারতের বেশ কয়েকটি গণমাধ্যম মনীষার নতুন জীবন শুরুর বিষয়ে সংবাদ প্রকাশ করেছে। এর আগে ২০১০ সালে নেপালি ব্যবসায়ী সম্রাট দহলকে বিয়ে করেন মনিষা। কিন্তু, বিয়ের দুই বছর বাদেই ডিভোর্স হয়ে যায় তাদের।   এদিকে ক্যান্সার ও ব্যক্তিগত জীবনের নানা সমস্যার বিরুদ্ধে যুদ্ধ শেষে স্বাভাবিক জীবনে ফেরার অপেক্ষায় থাকা মনীষা সিনেমাতেও হচ্ছেন নিয়মিত।    ইতিমধ্যে নিজের কামব্যাক সিনেমার কাজ শুরু করেছেন তিনি।     মণীষার এ কামব্যাক ছবির নাম `মৌলালি`। পরিচালনা করছেন পারমিতা সেনগুপ্ত। এই সিনেমার মাধ্যমে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছেন পারমিতা।     তাই ছবিটি মনীষার কাছে রীতিমতো একটা চ্যালেঞ্জ।    কাজ নিয়ে নিজের সিরিয়াসনেস প্রকাশ করতে গিয়ে তার উক্তি, `একে তো পরিচালকের প্রথম কাজ আর নিজেরও কামব্যাক সিনেমা। দুইয়ে মিলে ছবি নিয়ে কোনো চান্স নিতে চাই না। নিজেকে উজাড় করে দিতে চাই।`