English Version
আপডেট : ১০ সেপ্টেম্বর, ২০১৬ ১৪:২১

ইতিহাস গড়লেন সানি

অনলাইন ডেস্ক
ইতিহাস গড়লেন সানি

তিনি সানি লিওন। সাবেক পর্নস্টার। অনেকের কাছে নিন্দিত হলেও অনেক মানুষের কাছে তার ধৈর্য, পরিশ্রম আর অধ্যবসায়ের জন্য নন্দিত। ইদানিং পুরোদস্তুর অভিনেত্রী হয়ে উঠছেন সানি। এই মুহূর্তে তিনি প্রথম বলিউড অভিনেত্রী হিসেবে ইতিহাস গড়ে ফেললেন! সত্যি সত্যি ইতিহাস। প্রথমবারের মত কোনো বলিউড ডিভা হিসেবে তিনি হাঁটলেন নিউইয়র্ক ফ্যাশন উইকের মঞ্চে! গত বৃহস্পতিবার ডিজাইনার অর্চনা কোছরের পোশাকে র‌্যাম্প মাতালেন সানি। সঙ্গে ছিলেন অ্যাসিড আক্রান্ত রেশমা কুরেশি।

সানির পাশাপাশি ফ্যাশনের মঞ্চে তামাম দর্শক দেখলেন অ্যাসিডে মুখ পুড়লেও তা রেশমার কনফিডেন্সকে দমাতে পারেনি। সানি নিজেও এই ইতিহাস গড়ে এখন প্রশংসার জোয়ারে ভাসছেন। সানি বলেছেন, ‘‘অর্চনা আমার খুব প্রিয় ডিজাইনার। ওর পোশাক পরে হাঁটতে পেরে আমি গর্বিত। আর এই প্রেস্টিজিয়াস শো-তে আমি প্রথম বলেও আলাদা গর্ব হচ্ছে। তবে শোয়ের আগে আমি বেশ নার্ভাস ছিলাম।’’