English Version
আপডেট : ৮ সেপ্টেম্বর, ২০১৬ ১২:০৮

সালমানের সঙ্গে কোনো প্রতিযোগিতা নেই:‌ ফারহান

অনলাইন ডেস্ক
সালমানের সঙ্গে কোনো প্রতিযোগিতা নেই:‌ ফারহান

সালমান খানের সঙ্গে কোনোদিন প্রতিযোগিতায় যাবেন না অভিনেতা ফারহান আখতার। ৯ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে ‘‌ফ্রিকি আলি’‌ এবং ‘‌বার বার দেখো’‌। ‘‌ফ্রিকি আলি’‌র প্রযোজক সালমান খান।

আর ‘‌বার বার দেখো’র অন্যতম প্রযোজক ফারহান আখতার। এক দিনে দুই সিনেমার মুক্তি ঘিরে নানা মহলে নানা মত। কেউ বলছেন প্রতিযোগিতা ভাল।

কেউ বলছেন ব্যবসা মার খাবে দুই সিনেমারই। সেই প্রসঙ্গে ফারহান আখতার বলেন, ‘‌আমি মনে করি, সব ধরনের ফিল্ম চলার মত পরিস্থিতি এখনো আছে।

একটা সময় ছিল যখন একই দিনে দুটো সিনেমা মুক্তি পেত। কখনো দুটি ফিল্ম-‌ই ভাল চলত। আবার এমনও হয়েছে কোনো সিনেমাই ভাল চলেনি।

তাই দুটো ফিল্মের মধ্যে একটা ভাল চলবে এমনটা নয়।’‌ তিনি চান দুটো সিনেমাই ভাল ব্যবসা করুক। ফিল্ম তৈরি মানে তো আর যুদ্ধ নয়। ‌

সূত্র: ‌আজকাল