English Version
আপডেট : ৮ সেপ্টেম্বর, ২০১৬ ১১:৫৭

লোকাল ট্রেনে বাড়ি ফিরলেন অনিল কাপুর

অনলাইন ডেস্ক
লোকাল ট্রেনে বাড়ি ফিরলেন অনিল কাপুর

লোকাল ট্রেনে বাড়ি ফিরলেন অনিল কাপুর। তার আবার মুম্বাইয়ের লোকালে ট্রেনে। কিন্তু কোনো? কারণটা হলো মুম্বইয়ে এখন জোরদার ভাবে পালন করা হচ্ছে গণেশ পুজা। চারিদিকে প্রচুর ভিড়। ট্রাফিক জ্যামে একেবারে আটকে শহর৷ তাই তো অনিল করলেন বুদ্ধি। গাড়ি থেকে নেমেই সোজা রেলওয়ে স্টেশনে। উঠে পড়লেন লোকাল ট্রেনে। আর লোকাল ট্রেন চেপেই রওনা দিলেন বাড়ির পথে।

লোকাল ট্রেনে অনিলকে দেখে হতবাক যাত্রীরা। তবে অনিলের নিরাপত্তার জন্য ট্রেনের কামরায় ছিল অতিরিক্ত পুলিশও ৷

ট্রেনে উঠেই নিজের ছবি টুইটারে আপলোড করলেন অনিল। ট্রেন থেকে নেমে দাঁড়ালেন ভিলে পারলে স্টেশনে। ছবি তুললেন প্ল্যাটফর্মে দাঁড়িয়েও।