English Version
আপডেট : ৭ সেপ্টেম্বর, ২০১৬ ১৬:০৩

হাসপাতালে মাধুরী দীক্ষিত

অনলাইন ডেস্ক
হাসপাতালে মাধুরী দীক্ষিত

কাঁধে যন্ত্রণা নিয়ে যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে ভর্তি হয়েছেন বলিউড অভিনেত্রী মাধুরী দীক্ষিত।

ভারতের শীর্ষস্থানীয় একাধিক গণমাধ্যম জানিয়েছে, দিন কয়েক আগেই চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্র গিয়েছেন দেবদাস সিনেমার নায়িকা চন্দ্রমুখী। তাঁর স্বামী শ্রীরাম নেনেরও কাঁধে ব্যাথার চিকিৎসা চলছিল সেখানে। তিনিও দীর্ঘদিন ধরে একই সমস্যায় ভুগছেন।

সূত্রের খবর, সেকেন্ড ওপিনিয়ন নেওয়ার জন্যই গিয়েছিলেন মাধুরী। কিন্তু হঠাৎ ব্যথা বেড়ে যাওয়ায় তাঁকে ভর্তি করে নেওয়া হয়। আরও কয়েক দিন বিদেশে থেকে চিকিত্সা করাতে চান তিনি।

তবে মাধুরী ভক্তদের উদ্বেগের কোন কারণ নেই। কেননা এখন ভাল আছেন এই নায়িকা।