English Version
আপডেট : ৫ সেপ্টেম্বর, ২০১৬ ১২:০৮

বস লুকে দর্শক মুগ্ধ করবেন সাকিব

অনলাইন ডেস্ক
বস লুকে দর্শক মুগ্ধ করবেন সাকিব

ঢাকাই চলচ্চিত্রের সুপারস্টার শাকিব খানের তালিকায় যুক্ত হলো ‘বস’ উপাধি। ঈদুল আযহায় মুক্তি প্রত্যাশী শাকিব খান অভিনীত ‘বসগিরি’। এ সিনেমায় শাকিব খানকে ‘বস’ চরিত্রে দেখা যাবে। এতে বসের লুক দেখে দর্শক মুগ্ধ হবেন এমনটাই দাবি কিং খানের। শামীম আহমেদ রনি পরিচালিত ‘বসগিরি’ সিনেমাটি রোববার (৪ সেপ্টেম্বর) সেন্সর বোর্ডে জমা দেয়া হয়েছে বলে নির্মাতা সূত্রে জানা গেছে।

এ সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন- নবাগত চিত্রনায়িকা শবনম বুবলি। এছাড়া সিনেমাটিতে আরো অভিনয় করেছেন- রজতাভ দত্ত, সাদেক বাচ্চু, শিবা সানু, ডিজে সোহেল, সুব্রত প্রমুখ। সিনেমার মুক্তিকে সামনে রেখে ইতিমধ্যে সিনেমাটির টিজার ও ‘মন তোকে ছাড়া’ শিরোনামের গানটি প্রকাশিত হয়েছে। এ গানটি লিখেছেন- রবিউল ইসলাম জীবন। গানের সুর ও কণ্ঠ দিয়েছেন আকাশ। কিছুদিন আগে থাইল্যান্ডের বিভিন্ন মনোরম লোকেশনে গানের দৃশ্যধারণের কাজ সম্পন্ন হয়েছে। গান ও টিজার প্রকাশের পর তা দর্শকদের মধ্যে বেশ সাড়া ফেলেছে।