English Version
আপডেট : ৩ সেপ্টেম্বর, ২০১৬ ০২:২৪

পরীমনির ‘রক্ত’ সেন্সরে ছাড়

অনলাইন ডেস্ক
পরীমনির ‘রক্ত’ সেন্সরে ছাড়

পরীমনি অভিনীত সিনেমা ‘রক্ত’ সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছে। প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া সূত্রে এ তথ্য জানা গেছে। ওয়াজেদ আলী সুমন পরিচালিত ব্যয়বহুল এ সিনেমায় পরীর বিপরীতে অভিনয় করেছেন নবাগত রোশন। গত ২৯ আগস্ট সিনেমার শুটিংয়ের কাজ সম্পন্ন করে। এবং পরে তা সেন্সর বোর্ডে জমা দেয়া হয়। ঈদুল আযহায় সিনেমাটি সারাদেশে মুক্তি দেয়ার পরিকল্পনা করেছে ‘জাজ’।   জাজ মাল্টিমিডিয়া ও এসকে মুভিজের যৌথ প্রযোজনার এই সিনেমায় আরো অভিনয় করেছেন- অমিত হাসান, আশীষ বিদ্যার্থীসহ অনেকে। সিনেমাটির শুটিংয়ের শুরু থেকে বিভিন্ন সময় আলোচনার জন্ম দিয়েছে। চলতি মাসে এ সিনেমার দুটি গান ইউটিউবে প্রকাশিত হয়েছে। দুটি গানের ভিউয়ারস সংখ্যা জাজ ও এসকে মুভিজের ইউটিউব মিলিয়ে প্রায় ৩৫ লাখের কাছাকাছি। তবে ‘ডানা কাটা পরী’ শিরোনামের প্রকাশিত আইটেম গানটি বেশি দর্শকপ্রিয়তা পেয়েছে।