English Version
আপডেট : ৩১ আগস্ট, ২০১৬ ১৩:৪৪

শ্রাবন্তীকে ছেড়ে শুভশ্রীর কাছে সাকিব

অনলাইন ডেস্ক
শ্রাবন্তীকে ছেড়ে শুভশ্রীর কাছে সাকিব

সুপারস্টার শাকিব খান অভিনীত আবারো যৌথ প্রযোজনার সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন। সোমবার (২৯ আগস্ট) জাজ মাল্টিমিডিয়ার কার্যালয়ে বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া ও কলকাতার এসকে মুভিজের নাম ঠিক না হওয়া একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন শাকিব।

সিনেমাটি পরিচালনা করবেন ‘শিকারি’ খ্যাত পরিচালক  জয়দেব। তবে এ সিনেমায় শাকিব খানের নায়িকা শ্রাবন্তী নাম শুনা যাচ্ছে না।

  তবে ঢালিপাড়ায় গুঞ্জন উঠেছে শাকিবের বিপরীতে অভিনয় করবেন কলকাতার শুভশ্রী।

এ বিষয়ে জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজ বলেন, ‘শাকিবের নায়িকা কে থাকছেন তা এখনো ঠিক করিনি। নায়িকা ঠিক করে খুব শিগগিরি সবাইকে জানানো হবে।’ আগামী ২০ অক্টোবর থেকে এ সিনেমার চিত্রায়ন বাংলাদেশ, ভারত ও তুরস্কে হবে। সিনেমাটি মুক্তি পাবে ২০১৭ সালের বিশ্ব ভালোবাসা দিবসে।