English Version
আপডেট : ২৮ আগস্ট, ২০১৬ ১১:০৩

মেয়ের ছবি প্রকাশ করলেন শহীদ কাপুর

অনলাইন ডেস্ক
মেয়ের ছবি প্রকাশ করলেন শহীদ কাপুর

শুক্রবার স্থানীয় সময় রাত আটটার দিকে এক কন্যা সন্তানের জন্ম দিলেন শহীদের স্ত্রী মীরা রাজপুত। মুম্বাইয়ের হিন্দুজা হেলথকেয়ার হাসপাতালে শহীদের মেয়ের জন্ম হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় মীরাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। মেয়ে হওয়ার খুশিতে স্বভাবতই উচ্ছ্বসিত নায়ক। সন্তান জন্মের খবরটা শহীদ নিজেই টুইটারে পোস্ট করেছেন।

তিনি লিখেছেন, ‘সে এসেছে। আমরা কতটা খুশি তা প্রকাশ করার জন্য শব্দ কম পড়ছে। তোমাদের সকলের শুভেচ্ছার জন্য অনেক ধন্যবাদ।’

 

শহীদ-মীরাকে শুভেচ্ছা জানিয়েছেন বলিউডের তারকারা। রিতেশ দেশমুখ শহীদ ও মীরাকে শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, ‘পরীর জন্ম দেয়ার জন্য তোমাদের শুভেচ্ছা। আমাদের ক্লাবে তোমাকে স্বাগতম। ভালোবাসা ও অনেক আর্শীবাদ ছোট শিশুর জন্য।’

প্রসঙ্গত, গেল বছরের ৭ জুলাই পারিবারিকভাবে মিরাকে বিয়ে করেন কিসমত কানেকশন খ্যাত এই তারকা।