English Version
আপডেট : ২৭ আগস্ট, ২০১৬ ১২:৩৪

পরীমনির পালা শেষ, জাজের ঘরে এমি

অনলাইন ডেস্ক
পরীমনির পালা শেষ, জাজের ঘরে এমি

প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার পরবর্তী ছবি ‘পাষাণ’ থেকে বাদ দেয়া হয়েছে এ সময়ের জনপ্রিয় অভিনেত্রী পরীমনিকে। তার জায়গায় যোগ দিয়েছেন এমি। গত বৃহস্পতিবার (২৫ আগস্ট) থেকে ঢাকার উত্তরায় ছবিটির দৃশ্যধারণের কাজ শুরু হয়েছে।

এ প্রসঙ্গে পরীমনি বলেন, ‘একই প্রযোজনা প্রতিষ্ঠানের “রক্ত” ছবিটি কিন্তু ঈদে মুক্তি পাচ্ছে। এখনো এই ছবির শুটিং শেষ করা সম্ভব হয়নি। এ ছাড়া হাতে আরও চারটি ছবির কাজ রয়েছে। তাই সরে দাঁড়াতে হয়েছে।’

অন্যদিকে পরীকে বাদ দেয়া প্রসঙ্গে আবদুল আজিজ বলেন, ‘সময়মতো শুটিংয়ে আসেন না পরীমনি। তিনি আমাকে নানাভাবে ভুগিয়েছেন। তাঁর কারণেই ‘রক্ত’ ছবিতে প্রায় এক কোটি টাকা বাড়তি খরচ গুনতে হয়েছে। নতুন কোনো ছবিতে তাঁকে নিয়ে আর ভুগতে চাই না। তাই বাদ দিয়েছি।’

সৈকত নাসিরের পরিচালনায় ‘পাষাণ’ ছবিতে এমি ছাড়াও বিভিন্ন চরিত্রে আরো অভিনয় করছেন কলকাতার ওম, বাংলাদেশের বিপাশা কবির, মিশা সওদাগর, সাদেক বাচ্চু, শিমুল খান, মিজু আহমেদ প্রমুখ।