English Version
আপডেট : ২৭ আগস্ট, ২০১৬ ০০:০২

৩ খানকে পেছনে ফেলে ৩ হাজার কোটির ক্লাবে অক্ষয়

অনলাইন ডেস্ক
৩ খানকে পেছনে ফেলে ৩ হাজার কোটির ক্লাবে অক্ষয়

মুক্তির ৯ দিনের মধ্যেই তার সম্প্রতি ছবি ‘রুস্তম’ ১০০ কোটি টাকা আয় করে ফেলেছে। আর এই ‘রুস্তম’-এর হাত ধরেই ৩ হাজার কোটির ক্লাবে প্রবেশ করলেন অক্ষয় কুমার।  অক্ষয় কুমার প্রথম বলিউড অভিনেতা যিনি ৩ হাজার কোটির ক্লাবে প্রবেশ করলেন। এই দৌড়ে তিনি পেছনে ফেলে দিয়েছেন শাহরুখ, সালমান ও আমির খানকে।  বিগত প্রায় ২৫ বছরের বলিউড ক্যারিয়ারে ‘রুস্তম’সহ মোট ১০৮টি ছবিতে অভিনয় করেছেন অক্ষয়। এই ১০৮টি ছবির মোট বক্স অফিস কালেকশন প্রায় ৩০১০ কোটি টাকা। তবে খুব বেশি পিছিয়ে নেই সালমান খান। ১৯৮৮ সাল থেকে এ পর্যন্ত মোট ৭১টি ছবিতে অভিনয় করেছেন তিনি। এই ৭১টি ছবির মোট বক্স অফিস কালেকশন প্রায় ২৯২৮ কোটি টাকা। ৩ হাজার কোটির ক্লাবের দৌড়ে বলিউড বাদশা শাহরুখ ও আমির খান অনেকটাই পিছিয়ে রয়েছেন। শাহরুখের ৫৭টা ছবি থেকে মোট আয় ২১০০ কোটি টাকা এবং আমিরের ৩৯টি ছবি থেকে আয় ১৪৯৭ কোটি টাকা। আগামী বছর মুক্তি পাচ্ছে অক্ষয় কুমার অভিনীত ‘টয়লেট : এক প্রেম কথা’, ‘ক্র্যাক’, ‘জলি এলএলবি ২.০’। বলিউড বাজার বিশেষজ্ঞদের মতে এই ছবিগুলি থেকেও বেশ ভাল লাভের মুখ দেখবে বক্স অফিস।