English Version
আপডেট : ২৫ আগস্ট, ২০১৬ ২০:৫৬

অভিনয় শেখাবেন আমির খান

অনলাইন ডেস্ক
অভিনয় শেখাবেন আমির খান

অভিনয় শেখাবেন আমির খান।  ফিল্ম পড়ুয়া তরুণদের হাতে-কলমে অভিনয় শেখাবেন। আমির খান ঠিক করেছেন বছরে দুইজন করে ইন্টার্নকে প্রশিক্ষণ দেবেন। এই প্রশিক্ষণার্থীরা আমিরের কাজের ধরণ, স্টাইল সামনে থেকে প্রত্যক্ষ করতে পারবেন। কীভাবে ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ হয়, যেমন, শুটিং, মিটিং, স্ক্রিপ্ট রিডিং, রিহার্সাল এসমস্ত কিছুই শিখতে পারবেন। শুধু থাকতে হবে কাজের প্রতি ভালোবাসা, আগ্রহ আর নিষ্ঠা।

আমিরের ইন্টার্ন হওয়ার প্রথম ইচ্ছে প্রকাশ করেছিলেন দুই তরুণ অভিনেত্রী- ফতিমা সানা শেখ  এবং সান্যা মালহোত্র। তাদের দিয়েই এই উদ্যোগ শুরু করতে চলেছেন আমির। 

আগামী বছরের  মার্চ মাস পর্যন্ত তাঁদের প্রশিক্ষণ দেবেন আমির।

এই দুই অভিনেত্রীর প্রশিক্ষণ পর্ব শেষ হয়ে গেলে এপ্রিল থেকে দুই মিডিয়ার পড়ুয়াকে ইন্টার্ন হিসেবে কাজ শেখবেন তিনি।