English Version
আপডেট : ২৪ আগস্ট, ২০১৬ ১৬:৩৬

সালমানকে ‘বাঁদর’ বললেন স্বপ্না!

অনলাইন ডেস্ক
সালমানকে ‘বাঁদর’ বললেন স্বপ্না!

বলিউডের কন্ট্রোভার্সি বয় বলা হয় তাকে। কাকে? অবশ্যই সালমান খানকে। গাড়িচাপা দিয়ে ফুটপাতবাসী হত্যা থেকে কৃষ্ণসার হরিণ শিকার, অরিজিৎ সিংহের সঙ্গে ঝামেলা থেকে ‘রেপড ওম্যান’ কমেন্ট। বিতর্ক তার পিছু ছাড়ে না। এ সবের মধ্যেই ফের বিতর্কের মুখে ভাইজান। এ বার ‘বিগ বস’ সিজন ৬-এর প্রতিযোগী স্বপ্না ভবানীর তোপের মুখে পড়লেন সালমান খান। সম্প্রতি এক সাক্ষাৎকারে হেয়ার স্টাইলিশ স্বপ্নাকে তার বই ‘চ্যাপ্টার ওয়ান’ নিয়ে প্রশ্ন করা হয়, কেন সালমান খানের কথা রাখা হয়নি? এতে হঠাৎ করেই সলমনের উপর ক্ষিপ্ত হয়ে ওঠেন স্বপ্না।

তাকে ‘মাঙ্কি’ বলে সম্বোধন করেন। শুধু তাই নয় সালমানকে ‘উগ্র জাতীয়তাবাদী শূকর’ও বলেন তিনি। পাশাপাশি ‘বিগ বস’-এ তার অভিজ্ঞতা নিয়ে প্রশ্ন করা হলে রাগে ফেটে পড়েন।

স্বপ্না বলেন, ‘‘ওটা জঘন্য একটা শো। ততোধিক জঘন্য একটা হোস্ট। ওখানে সবাইকে সালমানের বিরুদ্ধে একটা কথা বললে খুনেরও হুমকি দেওয়া হয়। তাকে আবার সবাই পুজো করে! কেন জানেন? যাতে সালমানের ওই জঘন্য ছবিগুলোতে একটা কাজ পাওয়া যায়। যেখানে ও বাদরের মতো নাচ করে। ‘বিগ বস’ একটা নাটশেল ছাড়া কিছুই নয়।’’ সূত্র- আনন্দবাজার