English Version
আপডেট : ২৪ আগস্ট, ২০১৬ ১০:২৭

কোরবানী` ঈদেই পরীমণির `রক্ত মুক্তি পাচ্ছে

অনলাইন ডেস্ক
কোরবানী` ঈদেই পরীমণির `রক্ত মুক্তি পাচ্ছে

ঈদেই মুক্তি পাচ্ছে বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার ছবি ‘রক্ত’। কিন্তু এর আগে প্রযোজক জানিয়েছিলেন এঈ ঈদে মুক্তি পাচ্ছে না সিনেমাটি।

জানা গেছে, জাজ মাল্টিমিডিয়ার প্রযোজনায় ‘রক্ত’ ছবিটিও মুক্তি পাচ্ছে কোরবানী ঈদে। জাজের হয়ে মিষ্টি নায়িকা পরীমনির অভিষেকটা আসছে ঈদেই হতে চলেছে। জাজ মাল্টিমিডিয়া নিজেই নিশ্চিত করেছে এই খবর।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়েছে, শেষ মুহুর্তে ছবিটি মুক্তি দিতে নির্মাতা, অভিনেতা-অভিনেত্রীরা হাড়ভাঙা পরিশ্রম করছেন। এবং আগামী সপ্তাহেই নাকি ‘রক্ত’ ছবিটি সেন্সরে জমা পড়বে।

এটি পরিচালনা করছেন ওয়াজেদ আলী সুমন। ছবিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন পরীমনি, রোশন, অমিত হাসান প্রমুখ। ‘রক্ত’ যৌথভাবে পরিচালনা করছে জাজ মাল্টিমিডিয়া এবং কলকাতার এসকে মুভিজ।