English Version
আপডেট : ২৩ আগস্ট, ২০১৬ ২১:৪১

সানিকে জড়িয়ে ধরে ভক্তের পাগলামি (ভিডিও)

অনলাইন ডেস্ক
সানিকে জড়িয়ে ধরে ভক্তের পাগলামি (ভিডিও)

বলিউডের বেবিডল খ্যাত গ্ল্যমারাস অভিনেত্রী সানি লিওনকে ঘিরে ভক্তদের পাগলামি নতুন কিছু নয়। কিন্তু এ বার যা হল তাতে সবচেয়ে বেশি অবাক হয়েছেন সানি নিজেই। জানা গেছে, সম্প্রতি ভারতের মুম্বাইয়ে শুটিং করছিলেন সানি। সেখানে মায়ের সঙ্গে পৌঁছে যায় সানির এক খুদে ভক্ত। প্রথমে সানিকে জড়িয়ে ধরে সে। তার পর উঠে পড়ে সানির কোলে। এ পর্যন্ত তো সব ঠিকই ছিল। আসল ঘটনাটি ঘটে ঠিক এর পরেই। সানির কোলে কিছুক্ষণ থাকার পর মা তাকে কোলে নিতে গেলে সে আর কিছুতেই আসতে চায়নি। আঁকড়ে ধরেছিল সানিকে। তা দেখে অবাক হয়ে যান সানি লিওন। পরে মেকআপ ভ্যানে সানির কোলে বসে সেলফিও তোলে শিশুটি। খুদে ভক্তের এই ভালবাসায় আপ্লুত সানি লিওন।