English Version
আপডেট : ২৩ আগস্ট, ২০১৬ ১৭:৪৫

গোপনেই বিয়ে করলেন ইলিয়েনা

অনলাইন ডেস্ক
গোপনেই বিয়ে করলেন ইলিয়েনা

রুস্তম সিনেমার সাফল্যের পর যেন মাটিতে পা পরছে ইলিয়েনা ডিক্রুজের। অনেকদিন ধরেই অস্ট্রেলিয়ান ফটোগ্রাফার অ্যান্ড্রু নীবোনের সঙ্গে প্রেমে মজে আছেন ইলিয়েনা।

এমন তথ্য বলিউড পাড়ায় বেশ গুঞ্জন চলছে। 

শোনা যাচ্ছে, গত বছর গোপনেই নাকি প্রেমিককে বিয়েও করেছেন তিনি। কিন্তু বিষয়টি লুকিয়ে রেখেছেন এ অভিনেত্রী।

ভারতীয় একটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে, ২৮ বছর বয়সি এ অভিনেত্রী গত বছর ডিসেম্বরে নীবোনকে বিয়ে করেন। অস্ট্রেলিয়ায় খুব গোপনে বিয়ের অনুষ্ঠান করা হয়। কিন্তু এ অভিনেত্রী এখনই সংবাদটি প্রকাশ করতে চাইছেন না। তিনি মনে করছেন এতে তার ক্যারিয়ারের ক্ষতি হতে পারে। কারণ এর আগে অনেক অভিনেত্রীর ক্যারিয়ারই বিয়ের পর শেষ হয়ে গেছে। সম্প্রতি ১০০ কোটির মাইলফলক ছুঁয়েছে ইলিয়েনা অভিনীত সিনেমা রুস্তম। এটি একশ কোটির মাইলফলক স্পর্শ করা এ অভিনেত্রীর দ্বিতীয় সিনেমা। এর আগে তার বারফি সিনেমাটি এ মাইলফলক স্পর্শ করেছিল।