English Version
আপডেট : ২৩ আগস্ট, ২০১৬ ১০:৩৬

নুসরাত ফারিয়া: কলকাতার অ্যাপোলো হাসপাতালে

অনলাইন ডেস্ক
নুসরাত ফারিয়া: কলকাতার অ্যাপোলো হাসপাতালে

ঢাকাই ছবির আলোচিত নায়িকা নুসরাত ফারিয়া কলকাতার  এক হাসপাতালে ভর্তি রয়েছেন । একটানা শুটিং করে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ায় ২০ আগস্ট কলকাতার অ্যাপোলো হাসপাতালে ভর্তি হন তিনি। আর এই বিষয়টি তিনি নিজেই ফেসবুক পোস্টের মাধ্যমে নিশ্চিত করেছেন।   ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ‘এর আগে জীবনে কখনও এরকম অসহায় বোধ করিনি। আমি নিজেকে কঠিন মেয়ে ভাবতাম।’ তিরি আরো  লেখেন, ‘আমি ভালো নেই। কলকাতায় একটি চলচ্চিত্রের শুটিং করতে এসে অতিরিক্ত জ্বর ও শারীরিক দুর্বলতার কারণে একটি হাসপাতালে ভর্তি হয়েছি। তবে আগের থেকে এখন কিছুটা সুস্থ আছি।’   সম্প্রতি ‘প্রেমী ও প্রেমী’ ছবির শুটিংয়ের কাজে থাইল্যান্ড গিয়েছিলেন নুসরাত ফারিয়া। সেখান থেকে  কলকাতায় আসেন। আর কলকাতায়  শুক্রবার রাতে অসুস্থ হয়ে পড়েন। শনিবার সকালে তার অসুস্থতার পরিমাণ বেড়ে যায়। এরপর প্রচণ্ড জ্বর নিয়ে শহরের অ্যাপোলো হাসপাতালে ভর্তি হন তিনি। ফারিয়া এখন সেখানে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা যায়।