English Version
আপডেট : ২৩ আগস্ট, ২০১৬ ১০:১২

কিক ছবির আগে কনফিডেন্ট ছিলেন না জ্যাকলিন

অনলাইন ডেস্ক
কিক ছবির আগে কনফিডেন্ট ছিলেন না জ্যাকলিন

কিক ছবিতে অভিনয়ের আগে অনেক ছবিই করে ফেলেছিলেন তিনি। কিন্তু কনফিডেন্স আসে কিক ছবি থেকেই। জানিয়েছেন জ্যাকলিন ফার্নান্দেজ। তিনি বলেছেন, কিকের অফার পেয়ে তিনি উচ্ছ্বসিত ছিলেন। ছবি রিলিজের পর পর অনেক কিছুই পালটে গেছে। তাঁর মধ্যে কনফিডেন্স বেড়েছে।  আমি বুঝতে পারি, কিকের আগে আমি কোথায় ভুল ছিলাম।    তখন আমার মধ্যে কোনও কনফিডেন্স ছিল না। একমাত্র সেটাই আমার সমস্যা ছিল। বলেছেন জ্যাকলিন। ২০১৪ সালে রিলিজ করে কিক। বক্স অফিসে ছবিটি ভালোই সাড়া ফেলেছিল। জ্যাকলিনের অভিনয়ও প্রশংসিত হয়েছিল। কিকের আগে তিনি রেস ২, হাউজ়ফুল ২-এর মতো ছবি করেছিলেন। কিন্তু জ্যাকলিনের মতে কিকের পরে তিনি যে সব ছবিতে সই করেছেন, সেখানে তাঁর কনফিডেন্স লেভেল ছিল অনেক বেশি। তিনি নিজে সেটা উপলব্ধি করতে পেরেছেন। জ্যাকলিন এর পর দেখা দেবেন ফ্লাইং জাটে। সেখানে টাইগার শ্রফের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে তাঁকে।